০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
মীরসরাইয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মীরসরাই কলেজ ছাত্রদলের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যায়, অনিয়ম ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মীরসরাই কলেজ শাখার উদ্যোগে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ শেষে উপজেলা পাবলিক লাইব্রেরী চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান মীরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাজিম সিদ্দিক, নাঈম সরকার, মীরসরাই কলজ ছাত্রনেতা নূর হোসেন, রিয়াজ,সাকিব,মোরশেদ সহ মীরসরাই কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এই সময় প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরের দু:শাসনের অবসান হয়েছে।
আজ মানুষ স্বাধীন। কোন সন্ত্রাস চাঁদাবাজির স্থান এই মীরসরাইতে হবেনা। দখলবাজ দস্যুতার স্থান মীরসরাই জনপদে হবেনা। অভিলম্বে সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যায়, অনিয়ম ও মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বাখ//আর