রাজারহাটে লাঠির আঘাতে ১ জনের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে বেলাল মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গারকুটি গ্রামের মৃত-গফুর মিয়ার পুত্র। এসময় উভয় পক্ষে ৬ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান,উক্ত গ্রামের বেলাল গংয়ের সাথে একই গ্রামের টাংরু মিয়ার পুত্র ফারুক গংয়ের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে বেলাল সহ তার লোকজন বিরোধপূর্ণ জমিতে নামলে এতে ফারুক, মাইদুল ও সুজন সহ তার লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ যায় বেলালের।
এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে টাংরু মিয়ার স্ত্রী রেহানা বেগম (৬৮) এর অবস্থা আশংকা জনক। সোমবার বিকেলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাখ//আর