রোহিতের সেঞ্চুরিতে সিরিজ জয় ভারতের

টপ থেকে মিডল অর্ডার ব্যাটারদের সৌজন্যে ইংল্যান্ড তিনশ পার করেছিল। জবাবে দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিলের একশ ছাড়ানো জুটিতে শক্ত ভিত গড়ে ভারত। ৩০৫ রানের লক্ষ্য অনায়াসে ছুঁয়েছে স্বাগতিকরা। প্রায় দেড় বছর পর ওয়ানডে সেঞ্চুরি করে জয়ের নায়ক রোহিত।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ভারত ইংল্যান্ডকে হারালো টানা দ্বিতীয় ম্যাচে। ৩৩ বল হাতে রেখে চার উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতেছে স্বাগতিকরা।
রবিবার কটাকে সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে হতাশ করেছেন বিরাট কোহলি। ৮ বলে ৫ রান করে আদিল রশিদের আবার এজ হয়ে ফিল সল্টের গ্লাভসে ধরা পড়েন মাত্র ৫ রান করে। তার আগে গিলকে নিয়ে রোহিতের ১৩৬ রানের জুটি দারুণ শুরু এনে দেয় ভারতকে। গিল ৫২ বলে ৯ চার ও ১ ছয়ে জেমি ওভারটনের প্রথম ওভারে বোল্ড হন।
এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন রোহিত। ৭৬ বলে ৯ চার ও ৭ ছয়ে ৩২তম সেঞ্চুরি করেন তিনি। শেষবার ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করেন রোহিত, ১৩ ম্যাচ আগে। ৯০ বলে ১২ চার ও ৭ ছয়ে ১১৯ রান করেন ভারতীয় ওপেনার। শ্রেয়াস আরও ব্যবধান কমিয়ে ৪৪ রানে থামেন। এরপর লোকেশ রাহুল (১০) ও হার্দিক পান্ডিয়াকে (১০) নিয়ে লক্ষ্যে ছুটতে থাকেন অক্ষর প্যাটেল।
৪৫তম ওভারের তৃতীয় বলে ভারতের জয় নিশ্চিত হয়। ৬ উইকেটে ৩০৮ রান করে তারা। ৪১ রানে অক্ষর ও ১১ রানে জাদেজা অপরাজিত ছিলেন। এর আগে ব্যাটিংয়ে নেমে সল্টের (২৬) সঙ্গে বেন ডাকেটের ৮১ রানের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের আভাস দেয়।
ডাকেট দলীয় স্কোর একশ পার করে আউট হন। ৬৫ রান করেন তিনি। জো রুটও হাফ সেঞ্চুরি করেন। এউইন মর্গ্যানকে ছাপিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৬তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন তিনি। ৬৯ রানে থামেন সাবেক অধিনায়ক।
এরপর হ্যারি ব্রুক (৩১), জস বাটলার (৩৪) ও লিয়াম লিভিংস্টোনের (৪১) ব্যাটে তিনশ ছাড়ায় ইংল্যান্ড। ইনিংসের এক বল বাকি থাকতে ৩০৪ রানে অলআউট তারা। রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন।
বাখ//এস