লালমোহন সহকারী কমিশনার (ভূমি) এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ এহসানুল হক শিপনের বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব ও ভূমি অফিস এর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ, সংবর্ধিত বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নির্বাহী অফিসার কার্যালয়ের গোপনীয় সহকারী আসাদুল ইসলাম রনি, উপজেলা ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকবর হোসেন, পৌর ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন, উপজেলা প্রকৌশলী রাজিব সাহ,ওসি সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, জাইকা কোর্ডিনেটর কাওসার আহম্মেদ, একাডেমি সুপারভাইজার মদন মোহন মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মিরাজ হোসেন, উপ সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিত, ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আবু আবদুল্লাহ, ভূমি অফিসের অফিস সহকারী রায়হান ভূমি অফিসের অফিস সহকারী মাসুদ আলম সহ উপজেলার কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
বাখ//এস