০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
হাতীবান্ধায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মতবিনিময়

লালমনিরহাটের হাতীবান্ধায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন লালমনিরহাট-১, হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
সোমবার সকালে উপজেলার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর প্রভাষক হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আই, বি, ডব্লিউএফ এর কেন্দ্রীয় সহ সভাপতি, শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর, বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এবং হাতীবান্ধা পাটগ্রাম নির্বাচনী এলাকায় সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি মাদক মুক্ত সমাজ গড়ার ও সুশাসন প্রতিষ্ঠা করার দৃঢ় আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা হাবিবুর রহমান,শহিদুল আলম নিরো, মেরাজুল ইসলাম মাহাদী।
সিনিয়র সাংবাদিকদের মধ্যে সাংবাদিক কাজী আলতাব হোসেন,ইলিয়াস বসুনিয়া, নুরল হক, আসাদুজ্জামান সাজু, আলতাব হোসেন সুমন, কাজী শাহ আলম, রকিবুল ইসলাম রিপন, মোস্তাফিজার রহমান, আঃ রহিম, সুমন খান, সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ।
বাখ//এস