০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দর্শকের ভিড় থাকলেও বিক্রি প্রত্যাশিত নয় বলছেন ব্যবসায়ীরা 

অর্থনৈতিক গতি পাচ্ছে না দিনাজপুর বাণিজ্য মেলা

মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি
গত জানুয়ারি মাসের ২১ তারিখে দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ সেনা ঈদগাহ মাঠে উদ্বোধন হয় দিনাজপুর বাণিজ্য মেলা ২০২৫। উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এক মাস ব্যাপী এই মেলার ২১ দিন অতিবাহিত হলেও প্রত্যাশিত সাড়া পায়নি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী ও উদ্যোক্তারা। দর্শকের ভিড় থাকা সত্ত্বেও অর্থনৈতিক গতি না পাওয়ায় নিরাশ ব্যবসায়ীরা।
মুন্সিগঞ্জ জেলা থেকে রান্নার রকমারি আইটেম নিয়ে এসেছেন ব্যবসায়ী আমজাদ হোসেন। মেলা প্রাঙ্গনে ঢুকতেই বাঁদিকে বিশাল শোরুম। “বাস ভাড়া, ১৫ থেকে ২০ জন কর্মচারীসহ প্রতিদিনের খরচ ও মেলার খরচ সব মিলে বেচা বিক্রি নিরাশা জনক। এই মেলায় এর আগে আমি কয়েকবার এসে বেশ লাভবান হয়েছি। কিন্তু এবারে ব্যতিক্রম দেখছি। তাই লোকসান গুনতে হবে মনে হয়।
শ্যামলী টেক্সটাইলের শোরুম টি মেলায় ঢুকতেই বাঁদিকে। মেয়েদের পরিধেয় সমুদয় সামগ্রী মিলছে এখানে। সর্বনিম্ন ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার থ্রি পিস রয়েছে এখানে।
“এইবার হিসাব করলে এই মেলায় আমি দশবার এসেছি। এখন মেলার পরিসর অনেকটা বেড়েছে। বেড়েছে মেলার চাকচিক্য। এবারের মেলায় আলোকসজ্জা সত্যিই চক্ষু সমুজ্জ্বল। তবে সে তুলনায় বেচা বিক্রি খুব কম। দর্শনার্থীর অভাব নেই তবে ক্রেতার অভাব রয়েছে।
তবে ভিন্ন কথা বলছে নীলসাগর গ্রুপের বিভিন্ন ধরনের আচারের স্টলটি। এখানে মিলছে খেজুর, স্ট্রবেরি, কচুর লতি, আঙুর, বেদানা সহ অন্তত ৫১ ধরনের আচার। বেচা বিক্রিও বেশ ভালো। কথা হল স্টলের দায়িত্বে থাকা কর্মচারী আব্দুল মালেকের সাথে।
“শীতের মৌসুমে এবার বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দোকানে বেচা বিক্রি বেশ আশা ব্যঞ্জক। এবার ভিন্নধর্মী আইটেম আমরা দর্শনার্থী ও ক্রেতাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করেছি। আমাদের সেই চেষ্টা সফল হয়েছে। বেচা বিক্রি বেশ আশা জনক।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে আগত শিক্ষার্থী মনজুরুল আহসান বলেন, দুই বন্ধু মিলে আজ সকালে গ্রামের বাড়ি ভাদুরিয়া থেকে এসেছি। সকাল থেকে ঘুরলাম এখন প্রায় রাত হয়ে গেছে। বেশ ভালো লাগলো। তবে কিছু কিনিনি। কারণ এখানের চেয়ে বাইরে দাম কম। মেলায় সব ধরনের জিনিসপত্র মিললেও ফেব্রুয়ারি মাস হিসাবে এখানে স্বল্প পরিসরে বইমেলার অবয়বে কয়েকটি স্টল দেওয়া যেত। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন তিনি।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উমাইয়া শারমিন বলেন, কয়েক দিন ধরে আসবো আসবো বলে ভাবছি। তাই আজ চার পাঁচ জন বান্ধবী মিলে এসেছি। অল্প স্বল্প কিছু কেনাকাটা করেছি। তবে ভালো লাগলো। মেলার আলোকসজ্জা সত্যি দৃষ্টিনন্দন। সেই সাথে দেখা হল অনেক পরিচিত জনের সঙ্গে।
আয়োজক প্রতিষ্ঠান দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন চৌধুরী শামীম বলেন, এবারের মেলা পুরোপুরি শীতের মৌসুমে। এই মৌসুমী এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করেছে বেশ কয়েকবার। যে কারণে মেলায় দর্শনার্থীর সংখ্যা কম। আর দর্শনার্থীর সংখ্যা কম বলেই মেলায় বেচা বিক্রি কিছুটা কম। তবে আরো কয়েকদিন বাকি আছে। মেলাতে সাধারণত শেষ সপ্তাহে বেচা বিক্রি সবচেয়ে বেশি হয়ে থাকে। আমরা তেমনি একটি সময়ের অপেক্ষায়।
“মাসব্যাপী এই বাণিজ্য মেলায় কি পরিমাণ বেচা বিক্রি হয় অথবা এর অর্থনৈতিক পরিধি কতটুকু এ বিষয়ে জানতে চাইলে সঠিক কোন তথ্য দিতে পারেননি তিনি।” দিনাজপুরে এবারে ১৮ তম বাণিজ্য মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩ শতাধিক স্টল অংশ নিয়েছে। মেলা চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
৮৮ জন দেখেছেন

দর্শকের ভিড় থাকলেও বিক্রি প্রত্যাশিত নয় বলছেন ব্যবসায়ীরা 

অর্থনৈতিক গতি পাচ্ছে না দিনাজপুর বাণিজ্য মেলা

আপডেট : ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
গত জানুয়ারি মাসের ২১ তারিখে দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ সেনা ঈদগাহ মাঠে উদ্বোধন হয় দিনাজপুর বাণিজ্য মেলা ২০২৫। উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এক মাস ব্যাপী এই মেলার ২১ দিন অতিবাহিত হলেও প্রত্যাশিত সাড়া পায়নি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী ও উদ্যোক্তারা। দর্শকের ভিড় থাকা সত্ত্বেও অর্থনৈতিক গতি না পাওয়ায় নিরাশ ব্যবসায়ীরা।
মুন্সিগঞ্জ জেলা থেকে রান্নার রকমারি আইটেম নিয়ে এসেছেন ব্যবসায়ী আমজাদ হোসেন। মেলা প্রাঙ্গনে ঢুকতেই বাঁদিকে বিশাল শোরুম। “বাস ভাড়া, ১৫ থেকে ২০ জন কর্মচারীসহ প্রতিদিনের খরচ ও মেলার খরচ সব মিলে বেচা বিক্রি নিরাশা জনক। এই মেলায় এর আগে আমি কয়েকবার এসে বেশ লাভবান হয়েছি। কিন্তু এবারে ব্যতিক্রম দেখছি। তাই লোকসান গুনতে হবে মনে হয়।
শ্যামলী টেক্সটাইলের শোরুম টি মেলায় ঢুকতেই বাঁদিকে। মেয়েদের পরিধেয় সমুদয় সামগ্রী মিলছে এখানে। সর্বনিম্ন ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার থ্রি পিস রয়েছে এখানে।
“এইবার হিসাব করলে এই মেলায় আমি দশবার এসেছি। এখন মেলার পরিসর অনেকটা বেড়েছে। বেড়েছে মেলার চাকচিক্য। এবারের মেলায় আলোকসজ্জা সত্যিই চক্ষু সমুজ্জ্বল। তবে সে তুলনায় বেচা বিক্রি খুব কম। দর্শনার্থীর অভাব নেই তবে ক্রেতার অভাব রয়েছে।
তবে ভিন্ন কথা বলছে নীলসাগর গ্রুপের বিভিন্ন ধরনের আচারের স্টলটি। এখানে মিলছে খেজুর, স্ট্রবেরি, কচুর লতি, আঙুর, বেদানা সহ অন্তত ৫১ ধরনের আচার। বেচা বিক্রিও বেশ ভালো। কথা হল স্টলের দায়িত্বে থাকা কর্মচারী আব্দুল মালেকের সাথে।
“শীতের মৌসুমে এবার বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দোকানে বেচা বিক্রি বেশ আশা ব্যঞ্জক। এবার ভিন্নধর্মী আইটেম আমরা দর্শনার্থী ও ক্রেতাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করেছি। আমাদের সেই চেষ্টা সফল হয়েছে। বেচা বিক্রি বেশ আশা জনক।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে আগত শিক্ষার্থী মনজুরুল আহসান বলেন, দুই বন্ধু মিলে আজ সকালে গ্রামের বাড়ি ভাদুরিয়া থেকে এসেছি। সকাল থেকে ঘুরলাম এখন প্রায় রাত হয়ে গেছে। বেশ ভালো লাগলো। তবে কিছু কিনিনি। কারণ এখানের চেয়ে বাইরে দাম কম। মেলায় সব ধরনের জিনিসপত্র মিললেও ফেব্রুয়ারি মাস হিসাবে এখানে স্বল্প পরিসরে বইমেলার অবয়বে কয়েকটি স্টল দেওয়া যেত। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন তিনি।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উমাইয়া শারমিন বলেন, কয়েক দিন ধরে আসবো আসবো বলে ভাবছি। তাই আজ চার পাঁচ জন বান্ধবী মিলে এসেছি। অল্প স্বল্প কিছু কেনাকাটা করেছি। তবে ভালো লাগলো। মেলার আলোকসজ্জা সত্যি দৃষ্টিনন্দন। সেই সাথে দেখা হল অনেক পরিচিত জনের সঙ্গে।
আয়োজক প্রতিষ্ঠান দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন চৌধুরী শামীম বলেন, এবারের মেলা পুরোপুরি শীতের মৌসুমে। এই মৌসুমী এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করেছে বেশ কয়েকবার। যে কারণে মেলায় দর্শনার্থীর সংখ্যা কম। আর দর্শনার্থীর সংখ্যা কম বলেই মেলায় বেচা বিক্রি কিছুটা কম। তবে আরো কয়েকদিন বাকি আছে। মেলাতে সাধারণত শেষ সপ্তাহে বেচা বিক্রি সবচেয়ে বেশি হয়ে থাকে। আমরা তেমনি একটি সময়ের অপেক্ষায়।
“মাসব্যাপী এই বাণিজ্য মেলায় কি পরিমাণ বেচা বিক্রি হয় অথবা এর অর্থনৈতিক পরিধি কতটুকু এ বিষয়ে জানতে চাইলে সঠিক কোন তথ্য দিতে পারেননি তিনি।” দিনাজপুরে এবারে ১৮ তম বাণিজ্য মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩ শতাধিক স্টল অংশ নিয়েছে। মেলা চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত।
বাখ//এস