০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লোকালয়ে ঘুরতে থাকা হাতি শাবকটির ঠাঁই হলো ডুলাহাজারা সাফারি পার্কে

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটির রাজস্থলী থেকে উদ্ধার হওয়া হাতি শাবক টি দুই দিন ধরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গহীন অরণ্যের ঘুরতে থাকা হাতি শাবকটি অবশেষে ঠাঁই পেয়েছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে। আজ মঙ্গল বার সকালে এটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন বিভাগ।

বন বিভাগ সূত্র জানায়, গত সোমবার রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া চিতা খোলা নামক এলাকায় একটি বাচ্চা হাতি কাদামাটিতে আটকে পড়ে। খবর পেয়ে রাজস্থলী রেন্জ ও রাইখালী রেন্জের কর্মকর্তারা খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে হস্তিশাবকটিকে পাহাড়ি এলাকায় রেখে আসেন। হাতি শাবকের মা না আসায় মঙ্গল বার সকালে চকোরিযা ডুলা হাজারা সাফারী পার্কে নিয়ে আসে বন বিভাগ।

এ বিষয়ে রাজস্থলী রেন্জ কর্মকর্তা তুহিন ও রাইখালি রেঞ্জের কর্মকর্তা হাসান এ প্রতিবেদক কে বলেন, দুই দিন ধরে বাচ্চা হাতিটি ঘোরাঘুরি করলেও মায়ের কাছে ফিরতে পারেনি। এতে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই জীবন রক্ষায় তাকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলেন, মানুষের তারা খেয়ে হাতি শাবক টি হার্ড এটক করেছে। শাবকের অবস্থা এতে ভালো না যে কোন সময় মারা যেতে পারে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৭:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
১০৬ জন দেখেছেন

লোকালয়ে ঘুরতে থাকা হাতি শাবকটির ঠাঁই হলো ডুলাহাজারা সাফারি পার্কে

আপডেট : ০৭:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

রাঙ্গামাটির রাজস্থলী থেকে উদ্ধার হওয়া হাতি শাবক টি দুই দিন ধরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গহীন অরণ্যের ঘুরতে থাকা হাতি শাবকটি অবশেষে ঠাঁই পেয়েছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে। আজ মঙ্গল বার সকালে এটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন বিভাগ।

বন বিভাগ সূত্র জানায়, গত সোমবার রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া চিতা খোলা নামক এলাকায় একটি বাচ্চা হাতি কাদামাটিতে আটকে পড়ে। খবর পেয়ে রাজস্থলী রেন্জ ও রাইখালী রেন্জের কর্মকর্তারা খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে হস্তিশাবকটিকে পাহাড়ি এলাকায় রেখে আসেন। হাতি শাবকের মা না আসায় মঙ্গল বার সকালে চকোরিযা ডুলা হাজারা সাফারী পার্কে নিয়ে আসে বন বিভাগ।

এ বিষয়ে রাজস্থলী রেন্জ কর্মকর্তা তুহিন ও রাইখালি রেঞ্জের কর্মকর্তা হাসান এ প্রতিবেদক কে বলেন, দুই দিন ধরে বাচ্চা হাতিটি ঘোরাঘুরি করলেও মায়ের কাছে ফিরতে পারেনি। এতে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই জীবন রক্ষায় তাকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলেন, মানুষের তারা খেয়ে হাতি শাবক টি হার্ড এটক করেছে। শাবকের অবস্থা এতে ভালো না যে কোন সময় মারা যেতে পারে।

বাখ//আর