০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে “জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট”-এর বিক্ষোভ-সমাবেশ

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ১২ দফা দাবি আদায়ে বিক্ষোভ-সমাবেশ করেছে “জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট” (এনডিএফ)। জেলার পুরাতন কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার বেলা ৩ টায় সমাবেশে মিলিত হয় সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বিক্ষোভ মিছিল সহকারে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সাদেক মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা কমিটির সভাপতি এডভোকেট নিরঞ্জন তালুকদার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সভাপতি কবি-লেখক সৌরভ ভূষন দেব, গণতান্ত্রিক মহিলা সমিতি জেলা কমিটির সভাপতি দিপ্তি সরকার, বারকি শ্রমিক সংঘ জেলা কমিটির সভাপতি নাসির মিয়া, হকার্স শ্রমিক সংঘ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই, সুনামগঞ্জ রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি আব্দুর রউফ, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন জামালগঞ্জ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামাল বদরুল সহ অনেকে।
দাবিসমূহের মধ্যে-মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনায় ড. ইউনুস এর অন্তবর্তী সরকারের নেতৃত্বে জাতীয় ও জনস্বার্থবিরোধী কথিত সংস্কারের বিপরীতে শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র সরকার ও সংবিধান প্রতিষ্ঠায় সকল সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রাম বেগবান করা, সামগ্রিক গুরুত্বের প্রেক্ষিতে নয়া উপনিবেশিক আধা সামন্তবাদী বাংলাদেশকে নিয়ে মার্কিনের নেতৃত্বে পাশ্বাত্যের সাম্রাজ্যবাদ ও প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করা এবং সামরিক ঘাঁটি স্থাপনের ষড়যন্ত্রের বিরোদ্ধে রুখে দাঁড়ানো। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধি শিক্ষা চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং আইএমএফ’র শর্তপূরণে ভ্যাট ট্যাক্স বাড়ানো সহ জাতীয় ও জনজীবনের সমস্যা সমাধানে সুর্বার আন্দোলন গড়ে তোলা।
সুনামগঞ্জের বালু পাথর মহালের সমন্তবাদী ইজারাপ্রথা বাতিল করে সরকারিভাবে ক্রয়-বিক্রয়কেন্দ্র চালু করা। বালুমহালে পরিবেশ বিদ্ধংসী ড্রেজার বোমা মেশিনের ব্যবহার বন্ধের অংশ হিসেবে বালুমহাল এলাকায় ইঞ্জিন চালিত ষ্টিলবডি নৌযানের প্রবেশ বন্ধ করা। প্রকৃত শ্রমজীবীদের বেলচা, বালতি ও কোদাল দিয়ে সনাতন পদ্ধতিতে বালু ও পাথর আহরণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা। ধোপাজান চলতি নদী অবিলম্বে চালু করা।
হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিকদের নূন্যতম মাসিক মূল্য মজুরি ৩০ হাজার টাকা ধার্য করা। এই সেক্টরে শ্রম আইন অনুসারে উৎসব ভাতা, ছুটি ও নিয়োগপত্রের ব্যবস্থা। সড়কে রিক্সা, ভ্যান ও ইজিবাইক চালকদের হয়রানি বন্ধসহ সর্বমোট ১২ দফা দাবি নিয়ে দিনভর বিক্ষোভ-সমাবেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
৭৯ জন দেখেছেন

সুনামগঞ্জে “জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট”-এর বিক্ষোভ-সমাবেশ

আপডেট : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
সুনামগঞ্জে ১২ দফা দাবি আদায়ে বিক্ষোভ-সমাবেশ করেছে “জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট” (এনডিএফ)। জেলার পুরাতন কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার বেলা ৩ টায় সমাবেশে মিলিত হয় সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বিক্ষোভ মিছিল সহকারে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সাদেক মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা কমিটির সভাপতি এডভোকেট নিরঞ্জন তালুকদার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সভাপতি কবি-লেখক সৌরভ ভূষন দেব, গণতান্ত্রিক মহিলা সমিতি জেলা কমিটির সভাপতি দিপ্তি সরকার, বারকি শ্রমিক সংঘ জেলা কমিটির সভাপতি নাসির মিয়া, হকার্স শ্রমিক সংঘ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই, সুনামগঞ্জ রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি আব্দুর রউফ, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন জামালগঞ্জ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামাল বদরুল সহ অনেকে।
দাবিসমূহের মধ্যে-মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনায় ড. ইউনুস এর অন্তবর্তী সরকারের নেতৃত্বে জাতীয় ও জনস্বার্থবিরোধী কথিত সংস্কারের বিপরীতে শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র সরকার ও সংবিধান প্রতিষ্ঠায় সকল সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রাম বেগবান করা, সামগ্রিক গুরুত্বের প্রেক্ষিতে নয়া উপনিবেশিক আধা সামন্তবাদী বাংলাদেশকে নিয়ে মার্কিনের নেতৃত্বে পাশ্বাত্যের সাম্রাজ্যবাদ ও প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করা এবং সামরিক ঘাঁটি স্থাপনের ষড়যন্ত্রের বিরোদ্ধে রুখে দাঁড়ানো। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধি শিক্ষা চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং আইএমএফ’র শর্তপূরণে ভ্যাট ট্যাক্স বাড়ানো সহ জাতীয় ও জনজীবনের সমস্যা সমাধানে সুর্বার আন্দোলন গড়ে তোলা।
সুনামগঞ্জের বালু পাথর মহালের সমন্তবাদী ইজারাপ্রথা বাতিল করে সরকারিভাবে ক্রয়-বিক্রয়কেন্দ্র চালু করা। বালুমহালে পরিবেশ বিদ্ধংসী ড্রেজার বোমা মেশিনের ব্যবহার বন্ধের অংশ হিসেবে বালুমহাল এলাকায় ইঞ্জিন চালিত ষ্টিলবডি নৌযানের প্রবেশ বন্ধ করা। প্রকৃত শ্রমজীবীদের বেলচা, বালতি ও কোদাল দিয়ে সনাতন পদ্ধতিতে বালু ও পাথর আহরণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা। ধোপাজান চলতি নদী অবিলম্বে চালু করা।
হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিকদের নূন্যতম মাসিক মূল্য মজুরি ৩০ হাজার টাকা ধার্য করা। এই সেক্টরে শ্রম আইন অনুসারে উৎসব ভাতা, ছুটি ও নিয়োগপত্রের ব্যবস্থা। সড়কে রিক্সা, ভ্যান ও ইজিবাইক চালকদের হয়রানি বন্ধসহ সর্বমোট ১২ দফা দাবি নিয়ে দিনভর বিক্ষোভ-সমাবেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
বাখ//আর