০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আশার প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দিনাজপুরে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি

আশার প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দিনাজপুরে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ই ফেব্রুয়ারি সকালে দিনাজপুর শহরের ২ নং উপশহর এলাকায় অবস্থিত আশা ফিজিওথেরাপি সেন্টারে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন এর প্রতিনিধি ডাক্তার নাজিবা জাবিন।

এ সময় তিনি বলেন, জনকল্যাণে আশা বেসরকারি সংস্থা অগ্রপ্রথিক। শুধু ঋণদান নয় আশা সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। এর মধ্যে স্বাস্থ্য সেবা কর্মসূচি ও শিক্ষা কর্মসূচি অন্যতম। স্বাস্থ্য সেবা একটি অপরিহার্য সেবা। এই সেবায় প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তি আগামীতে দেশের স্বাস্থ্যসেবা খাতে বিরাট ইতিবাচক পরিবর্তন আনবে।

বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুরের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বলেন, আশা প্রান্তিক মানুষের কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো: সফিকুল হক চৌধুরীর আজ চতুর্থ মৃত্যু বার্ষিকী। মহান এই ব্যক্তির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই আবেগে আপ্লুত। তিনি সবসময়ই সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কাজ করে গেছেন।

এক সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেশটা নির্বাচিত হয়েছেন। এসব প্রাপ্তি দেশ এবং দেশের বাইরে তাকে অমর করে রেখেছে। আমরা এই মহান ব্যক্তির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে এই আয়োজন করেছি। এই আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে আশা আরও অধিক কার্যকরী হবে আগামীতে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশার অতিরিক্ত সিনিয়র বিভাগীয় ম্যানেজার দ্বিজেন্দ্রনাথ দাস, অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক রুহুল আমিন, অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থা প্রকাশ চন্দ্র বর্মন, আঞ্চলিক ব্যবস্থা হোসেন আলী, ফিজিওথেরাপিস্ট নূরনবী হাসান নীরব, ফিজিওথেরাপিস্ট নিপা মোনালিসা, দিনাজপুর-১ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো: সাইফুর রহমান, দিনাজপুর-২ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো: কামরুজ্জামান সহ আরো অনেকে।

উল্লেখ্য যে আশা বেসরকারি সংস্থা দিনাজপুরের ১৩ টি উপজেলায় এ পর্যন্ত ৭ হাজারের অধিক সেবা গ্রহীতাকে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা প্রদান করেছেন।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
১১৫ জন দেখেছেন

আশার প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দিনাজপুরে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ১২:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

আশার প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দিনাজপুরে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ই ফেব্রুয়ারি সকালে দিনাজপুর শহরের ২ নং উপশহর এলাকায় অবস্থিত আশা ফিজিওথেরাপি সেন্টারে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন এর প্রতিনিধি ডাক্তার নাজিবা জাবিন।

এ সময় তিনি বলেন, জনকল্যাণে আশা বেসরকারি সংস্থা অগ্রপ্রথিক। শুধু ঋণদান নয় আশা সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। এর মধ্যে স্বাস্থ্য সেবা কর্মসূচি ও শিক্ষা কর্মসূচি অন্যতম। স্বাস্থ্য সেবা একটি অপরিহার্য সেবা। এই সেবায় প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তি আগামীতে দেশের স্বাস্থ্যসেবা খাতে বিরাট ইতিবাচক পরিবর্তন আনবে।

বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুরের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বলেন, আশা প্রান্তিক মানুষের কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো: সফিকুল হক চৌধুরীর আজ চতুর্থ মৃত্যু বার্ষিকী। মহান এই ব্যক্তির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই আবেগে আপ্লুত। তিনি সবসময়ই সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কাজ করে গেছেন।

এক সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেশটা নির্বাচিত হয়েছেন। এসব প্রাপ্তি দেশ এবং দেশের বাইরে তাকে অমর করে রেখেছে। আমরা এই মহান ব্যক্তির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে এই আয়োজন করেছি। এই আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে আশা আরও অধিক কার্যকরী হবে আগামীতে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশার অতিরিক্ত সিনিয়র বিভাগীয় ম্যানেজার দ্বিজেন্দ্রনাথ দাস, অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক রুহুল আমিন, অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থা প্রকাশ চন্দ্র বর্মন, আঞ্চলিক ব্যবস্থা হোসেন আলী, ফিজিওথেরাপিস্ট নূরনবী হাসান নীরব, ফিজিওথেরাপিস্ট নিপা মোনালিসা, দিনাজপুর-১ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো: সাইফুর রহমান, দিনাজপুর-২ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো: কামরুজ্জামান সহ আরো অনেকে।

উল্লেখ্য যে আশা বেসরকারি সংস্থা দিনাজপুরের ১৩ টি উপজেলায় এ পর্যন্ত ৭ হাজারের অধিক সেবা গ্রহীতাকে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা প্রদান করেছেন।

বাখ//এস