গৌরনদীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত-১৫

জমিজমা বিরোধের জেরধরে বরিশালের গৌরনদীতে সহোদর ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে আবুল বেপারীর বাড়ির সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় উভয় পক্ষের ১৫ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের আ. মজিদ বেপারীর সহোদর চার ভাই গত ৩৫ বছর পূর্বে বাড়ির জমি ভাগবাটোয়ারা করে বসত ঘর, রান্না ঘর ও গোয়াল ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। বাড়ির জমি নিয়ে গত ২ মাস ধরে আ. মজিদ গংদের সঙ্গে হারুন বেপারী গংদের বিরোধ চলে আসছে।
এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ ও থানায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও বাড়িতে আধাপাকা ২টি ঘর, টিনের ৩টি বসত ঘর, ৩টি রান্না ঘর ও ১টি পাকা টয়লেট থাকার কারণে গত ৩৫ বছর পূর্বের করা বাড়ির ভাগ সালিশরা বহাল রাখেন। বাড়ির ভাগ নিয়ে বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তাঁরাকুপি গ্রামে আবুল বেপারীর বাড়ির সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর মজিদ বেপারী ও হারুন বেপারীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। হারুল বেপারীর সমর্থকরা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবার হামলা চালিয়ে ভর্তিকৃত মজিদ বেপারীসহ ৫ সমর্থককে বেধড়ক মারধর করে। এ খবর পেয়ে থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা ও সংঘর্ষে মজিদ বেপারী, নুর ইসলাম, দ্বীন ইসলাম, সাহিদা বেগম, আরাফাত বেপারী, হানিফ বেপারী, হারুন বেপারী, মুক্তা আক্তার, সিরাজ বেপারী, রিপন বেপারী, শিপন বেপারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাখ//আর