ঝিকরগাছায় বেস্ট লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভায় বক্তারা-বীমাপলিসি ঝুঁকি মোকাবেলায় নিশ্চয়তা দেয়

প্রতিটি বীমা পলিসির গ্রাহক ও নমিনির ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। যা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠান দিতে পারেনা। পলিসি গ্রাহকের মৃত্যু ঝুঁকির পাশাপাশি, আপৎকালীন প্রয়োজনে প্রিমিয়াম সঞ্চয়ের লভ্যাংশ ফেরত পাওয়া যায়।অনুষ্ঠানের প্রধান অতিথি বেস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির এএমডি খন্দকার জিয়াউল হক তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বীমা গ্রাহকের আস্থা ফেরাতে অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা দেয়া ও জমাকৃত অর্থের সেবার নিশ্চয়তা দেয়া হচ্ছে উল্লেখ করে বলা হয়, মাঠ পর্যায়ে গ্রাহকের আস্থা অর্জনে প্রতিটি কর্মীকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। যশোরের ঝিকরগাছায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ঝিকরগাছা শাখার উদ্যোগে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কোম্পানীর ঝিকরগাছা নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মাসিক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা অফিস ইনচার্জ এ এ ডি মো. আমির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডি মো. আলমগীর হোসেন ও ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বেস্ট লাইফ ইন্সুরেন্স ঝিকরগাছা শাখার ব্রাঞ্চ ম্যানেজার সাংবাদিক তারিক মোহাম্মদ, ব্রাঞ্চ ম্যানেজার নাহিদ আক্তার, ব্রাঞ্চ ম্যানেজার শামীমা সুলতানা, ফাতেমা খাতুন প্রমুখ।
বাখ//আর