বরিশালের উজিরপুরে নিখোঁজের ১২ দিন পরে নদী থেকে লাশ উদ্ধার : গ্রেফতার ৬

বরিশালের উজিরপুরে নিখোঁজের ১২ দিন পরে ট্রলার চালক মাহাবুবুল ইসলাম (৫০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাহাবুবুলের আপন ভাইয়ের ছেলে সুজন সহ ৬ জন কে গ্রেফতার করে বাবুগঞ্জ থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার তিন নদীর মোহনা কেদারপুর ইউনিয়নের মোল্লার হাট এলাকা থেকে বিকেলে লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন জানিয়েছেন।
ওই ট্রলার মাঝি হলেন মাহবুব হাওলাদার (৫২)। সে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।
পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন বলেন, গত ৩১ জানুয়ারী রাতে নিখোঁজ খেয়া পারাপারের ট্রলারসহ মাঝি মাহবুব হাওলাদারকে অপহরন করা হয়।এর পর থেকে তার কোন সন্ধান ছিলো না।
এ ঘটনায় জড়িত সন্দেহে মাঝির আপন ভাইয়ের ছেলে মোঃ সুজন হাওলাদারসহ ৬ জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিন নদীর মোহনা থেকে নিখোঁজ মাহবুবের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বাখ//আর