০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে অসাধারণ সম্প্রীতি বিরাজ করছে : ধর্ম উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মানবিক মূল্যবোধ ধারণ এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষের মধ্যে অসাধারণ সম্প্রীতি বিরাজ করছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র, যুক্তরাষ্ট্র-ভিত্তিক মাল্টি-ফেইথ নেইবারস নেটওয়ার্ক (এমএফএনএন) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালা আয়োজক কমিটির আহ্বায়ক এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ কে এম মজিবুর রহমান বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ সামাজিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মানুষের মাঝে বিভেদ ও বিভাজন দূর করতে সকলকে সচেষ্ট থাকতে হবে। ব্যক্তি জীবনেও এর অনুশীলন করতে হবে।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ধর্মীয় নেতা ও সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
৮৯ জন দেখেছেন

বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে অসাধারণ সম্প্রীতি বিরাজ করছে : ধর্ম উপদেষ্টা

আপডেট : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মানবিক মূল্যবোধ ধারণ এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষের মধ্যে অসাধারণ সম্প্রীতি বিরাজ করছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র, যুক্তরাষ্ট্র-ভিত্তিক মাল্টি-ফেইথ নেইবারস নেটওয়ার্ক (এমএফএনএন) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালা আয়োজক কমিটির আহ্বায়ক এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ কে এম মজিবুর রহমান বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ সামাজিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মানুষের মাঝে বিভেদ ও বিভাজন দূর করতে সকলকে সচেষ্ট থাকতে হবে। ব্যক্তি জীবনেও এর অনুশীলন করতে হবে।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ধর্মীয় নেতা ও সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।

বাখ//আর