মাগুরার শালিখাতে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও তিন লক্ষ টাকা ছিনতাই

মাগুরার শালিখার কাদিরপাড়-নারিকেল বাড়ীয়া ব্রীজের উপর থেকে গতকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টার দিকে গাড়ি ব্যাবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও তিন লক্ষ টাকা ছিনতাই করেছে একটি ছনিতাই চক্র।আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহত ব্যবসায়ী হলেন শালিখার হরিশপুর গ্রামের মৃত আফজাল হোসেন এর পুত্র কাজী আবু হাসান।
তিনি জানান মঙ্গলবার যশোর ব্যবসায়ীক কাজে গিয়েছিলেন। কাজ শেষে ব্যাংক হতে তিন লক্ষ টাকা তুলে তার গ্ৰামের উদ্দেশ্য রওয়ানা হন। বেলা আনুমানিক বিকাল ৫টার দিকে কাদিরপাড়া-নারিকেল বাড়ীয়া ব্রীজে মোটরসাইকেল নিয়ে উঠলে পিছন থেকে ৫/৬ জন যুবক তার গতি রোধ করে বিভিন্ন অস্ত্র দিয়ে পায়ে কুপিয়ে আহত করে এবং তার কাছ থেকে মোটরসাইকেল ও তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এদের মধ্যে থেকে একজনকে তিনি চেনেন বলে জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
বাখ//আর