০২:১৭ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সচেতন মারমা নাগরিক সমাজের উদ্যােগে তিন দিন ব্যাপী জাদি পূজা অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের পৌয়তু পাড়ায় ২তম জাদিপূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল বৌদ্ধ ভিক্ষু দেশনার মধ্য দিয়ে বিকাল ধর্ম সভার আয়োজনে সচেতন মারমা সমাজের প্রধান সবুজ মারমার নেতৃত্বে জাদিপুজা অনুষ্টিত হয়।
পূজায় বিভিন্ন বিহার অধ্যক্ষ ও দায়ক দায়িকা শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। সচেতন মারমা নাগরিগ সমাজের প্রধান সবুজ মারমা বলেন, গত বছর ১২ ফেব্রয়ারী উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে দিবস টি পালন করা হয়।
এতে বিভিন্ন পাড়া মহল্লা গ্রাম থেকে হাজার হাজার ধর্মীয় নারী পুুরুষের সমাগম ঘটে।
বাখ//আর