আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদের বীরগঞ্জে কৃষকদের প্রতিবাদ সমাবেশ ও রাস্তা অবরোধ

হিমাগার কর্তৃপক্ষ এক কেজি আলুর সংরক্ষণ খরচ নির্ধারণ করেছে আট টাকা। বর্তমানে দিনাজপুরের বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬ টাকা থেকে ৭ টাকা পর্যন্ত। বিষয়টিকে হাস্যকর হিসাবে দেখছেন দিনাজপুরের আলু চাষিরা। এমন বাস্তবতায় দিনাজপুর হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদের দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদের প্রতিবাদ সমাবেশ ও রাস্তা অবরোধ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে দিনাজপুর বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি। শহরের ব্যস্ততম ব্যাস্ত সড়কে প্রথমে শান্তিপূর্ন প্রতিবাদ সমাবেশ করেন কৃষকরা। পরে রাস্তায় আলু ফেলেদিয়ে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী ব্যানার-ফেসটুন হাতে নিয়ে বিভিন্ন শ্নোগান ও বিক্ষোভ করতে থাকেন আলু চাষী, ব্যবসায়ী, বৈসম্যবিরোধী ছাত্র প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। বিক্ষোভে উপস্থিত ছিলেন আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক হরিবাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জেমিয়ন রায়, প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পূর্বে আলুর বস্তাপ্রতি ৩শ থেকে ৩৫০টাকা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে হিমাগার মালিকরা প্রতি কেজি আলুর ভাড়া ৮টাকা কেজি নির্ধারন করে। যে কারনে প্রতি বস্তায় কৃষকদের গুনতে হবে পাচ শতাধিক টাকা। তাই বাধ্য হয়ে রাস্তায় বিক্ষোভে নামেন কৃষকসহ সর্ব স্তরের মানুষ। অবিলম্বে হিমাগার ভাড়া না কমালে আগামী এক সপ্তাহের মধ্যে বৃহৎ কর্মসূচীর হুশিয়ারী দেন কৃষক নেতারা। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহীর আশ্বাসে পরে কৃষকরা রাস্তা অবরোধ তুলে নেয়।
বাখ//আর