কসবায় বসন্তকে বরণ করলো শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নাচ-গান,কবিতা আবৃত্তি, দেশত্ববোধক গান,কৌতুকের মধ্যে দিয়ে দিনটিকে আমন্ত্রণ জানিয়েছে তারা।
কলেজটির শিক্ষার্থী ঐশি সরকার, শ্রাবন্তী শীল, বর্ণা আক্তার, তানজিনা আক্তারদের উদ্যোগে এমন আয়োজন হয়েছে বলে জানিয়েছে তারা। বসন্তকে বরণ করে নিতে তারা খোঁপায় গুঁজেছে গাজরা,হলুদ লাল শাড়ি, হাতভড়া বিভিন্ন রকমের কাচের চুড়ি সহ নতুন সাজে সেজেছে শিক্ষার্থীরা।
উক্ত বসন্তবরণ উৎসবে উপস্থিত ছিলেন, কলেজটির অধ্যক্ষ মো:তছলিম মিয়া, সহকারী অধ্যাপক তাবাসসুম বেগম, মো:জানে আলম,অজিফা খাতুন সহ অন্যান্য শিক্ষার্থীরা।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার জানায়, বসন্ত বরণ উৎসব আমাদের ভালোলাগা ও ভালোবাসার উৎসব,তাই আজ আমরা নেচে গেয়ে এবারের বসন্তকে বরণ করে নিচ্ছি,যদিও বসন্ত আগামীকাল তবুও আগামীকাল কলেজ বন্ধ থাকায় আজকেই আমরা এ উৎসব পালন করছি।
কলেজটির অধ্যক্ষ তছলিম মিয়া জানায়, মেয়েরা প্রতি বছরই এ উৎসব পালন করে থাকে,যাতে শিক্ষক শিক্ষার্থী সবায় এ আয়োজনে মেতে থাকে, আমরা তাদের সর্বাত্মক সহযোগীতা করি ও মেয়েদের সুন্দর ভবিষ্যত কামনা করি।
বাখ//এস