০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
কাজীপুরে জাটকা ধরায় ৩ হাজার মিটার বেড় জাল পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনায় বেড় জাল দিয়ে জাটকা ধরায় এক জেলের ৩ হাজার মিটার বেড় জাল পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মেঘাই ঘাট এলাকায় এ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) হাসান মাহমুদুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যমুনায় জাটকা নিধনের বিরুদ্ধে অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় যমুনার খুদবান্দি এলাকায় দুপুরে অভিযান চালায় মৎস্য অফিস। এ সময় অখিল নামের এক প্রতিবন্ধী জেলের ৩ হাজার মিটার বেড় জাল জব্দ করে মেঘাই ঘাট এলাকায় নিয়ে আসা হয়। পরে সেখানে ম্যাজিস্ট্রের উপস্থিতিতেই জাল পুড়িয়ে দেয়া হয়।
অভিযানের সময় মা ইলিশ সহ ৪৮ টি জব্দকৃত জাটকা উপজেলার চালিতাডাঙ্গা দারুস সালাম ক্বওমি মাদ্রাসার এতিম খানায় দান করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত।
বাখ//এস