০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
চৌহালীতে এবার কমিটি পুনর্বহালের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গত আট ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক করা হয় সজীব সরকারকে। সদস্য সচিব করা হয় মেহেদী হাসানকে।
এর পরের দিন থেকে সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মুনতাছির মেহেদীর ও তার অনুসারীরা আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেন।
এসময় তিনি দাবি করেন, নতুন আহবায়ক কমিটিতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন অনেকেই স্থান পেয়েছে। এই কমিটিতে তিনিসহ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অনেকেই স্থান না পাওয়ায় সবাই বৈষম্যের শিকার হয়েছেন।
এদিকে নতুন এই কমিটি পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারি) বিকেলে চারটায় চৌহালী উপজেলার আলিয়া মাদ্রাসা মোড় এ বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার একাংশ।
পরে একই দিন রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে সিরাজগঞ্জের আহবায়ক কমিটি বাতিলের ঘোষণা দেওয়া হয়।
বাখ//এস