তাড়াশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ’২০২৫ উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
উক্ত সভায় ভোটার তালিকা হালনাগাদ ’২০২৫ উপলক্ষে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেরা সমন্বয় কমিটির সদস্য সচিব মেহরাজুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এ কার্যক্রম ২০ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে।
এ সময়রে মধ্যে প্রাথমিক রেজিস্ট্রীশন ভূক্ত একজন ভোটারকে নির্ধারিত দিনে নিজ নিজ ইউনিয়নের রেজিস্ট্রীশন কেন্দ্রে গিয়ে ছবি, চোখের আইরিস, ১০ আঙ্গুলের ছাপ দিয়ে রেজিস্ট্রীশন সম্পূর্ণ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওসার আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, প্রাণীসম্পদ কর্মকর্তা আমিনুল হক, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ।
সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, ভোটার তালিকা হালনাগাদ অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্বাচন কর্মকর্তা কাজটি সুচারু রুপে সম্পন্ন করতে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। সরকারের এ গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট সকলকে সহযোগীতার আহবান জানান।
বাখ//এস