০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দুই মাসের ব্যবধানে অবারও ট্রান্সফর্মার চুরি ফুলবাড়ীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩০০ পরিবার

মো: আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে দু-মাসের ব্যবধানে জনবহুল এলাকা থেকে আবারও একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২৫০-৩০০ পরিবার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতনবন্দর এলাকার মেইন সড়কের পাশে একটি পোল থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাষ্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকায় ভোর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সাধারণ লোডশেডিং মনে করেন স্থানীয়রা। সকালে জানতে পারেন পুরাতন বন্দর মোড়ের পোল থেকে ২৫০ কেভি ট্রান্সফর্মারটি চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষ। কখন ঠিক হবে তা নিয়ে রয়েছে উদ্বিগ্ন।

ট্রান্সফর্মার থেকে মাত্র ১০০ গজের মধ্যে একটি এতিমখানা মাদ্রাসা, দুইটি স্কুল, একটি মন্দির এবং একটি মসজিদসহ বেশ কয়েকটি দোকান পাট থাকার পরেও এত বড় চুরির ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। দু’মাস আগেও পৌর এলাকার সুজাপুর গ্রামের প্লাষ্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফর্মার চুরি হয়। ওই ঘটনায় একজনকে আটক করলেও এখনো পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ।

ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন জানান, চুরি হওয়া ট্রান্সফর্মার টি ২৫০ কেভির। যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদুৎ সেবা পায়। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফর্মার লাগানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে সে বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় একজকে আটক করা হয়, তবে চুরি যাওয়া ট্রান্সফর্মারটি উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
৮০ জন দেখেছেন

দুই মাসের ব্যবধানে অবারও ট্রান্সফর্মার চুরি ফুলবাড়ীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩০০ পরিবার

আপডেট : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে দু-মাসের ব্যবধানে জনবহুল এলাকা থেকে আবারও একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২৫০-৩০০ পরিবার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতনবন্দর এলাকার মেইন সড়কের পাশে একটি পোল থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাষ্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকায় ভোর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সাধারণ লোডশেডিং মনে করেন স্থানীয়রা। সকালে জানতে পারেন পুরাতন বন্দর মোড়ের পোল থেকে ২৫০ কেভি ট্রান্সফর্মারটি চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষ। কখন ঠিক হবে তা নিয়ে রয়েছে উদ্বিগ্ন।

ট্রান্সফর্মার থেকে মাত্র ১০০ গজের মধ্যে একটি এতিমখানা মাদ্রাসা, দুইটি স্কুল, একটি মন্দির এবং একটি মসজিদসহ বেশ কয়েকটি দোকান পাট থাকার পরেও এত বড় চুরির ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। দু’মাস আগেও পৌর এলাকার সুজাপুর গ্রামের প্লাষ্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফর্মার চুরি হয়। ওই ঘটনায় একজনকে আটক করলেও এখনো পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ।

ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন জানান, চুরি হওয়া ট্রান্সফর্মার টি ২৫০ কেভির। যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদুৎ সেবা পায়। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফর্মার লাগানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে সে বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় একজকে আটক করা হয়, তবে চুরি যাওয়া ট্রান্সফর্মারটি উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বাখ//এস