০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের ২৩ দিন পর বস্তাবন্দি স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জে নিখোঁজের ২৩ দিন পর বস্তাবন্দি স্কুলছাত্রের মরাদেহ উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শ্রীনগর উপজেলায় ছয়গাঁও এলাকায় ডোবা থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা সাংবাদিকদের বলেন, সকাল ১০ টার দিকে স্কুলছাত্রের লাসের খোঁজে কোলা উইপি চেয়ারম্যান আসামি সিয়ামের বাড়ির পাশে ডোবার কচুরিপানা পরিষ্কার করতে শ্রমিকদের নামায়। কচুরিপানা সাফ করতে গিয়ে একটি লাশ ভেশে উঠতে দেখে তারা পুলিশে খবর দেয়। লাশের খবর শুনে বিভিন্ন এলাকা থেকে শতশত বিক্ষুব্ধ জনতা আসামী সিয়ামের বাড়িঘর ভাংচুর ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ সূত্রে জানাযায়, দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উপস্থিতিতে ২৩ দিন আগে নিখোঁজ শ্রীনগরের বেলতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও অটোচালক ছাত্র রোমান শেখের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি সিমেন্টের খুঁটি ও ইটের সাথে বেঁধে পুকুরে কচুরির ভেতরে লুকানোর উদ্দেশ্যে ফেলে রাখা হয়। গতকাল ১২ ফেব্রুয়ারি নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানায় হামলা করে ভাংচুর চালায় বিক্ষুব্ধ স্বজন ও সহপাঠীরা।
সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, গত ২১ জানুয়ারি স্কুল ছাত্র রোমান শেখ বাসা থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ২৫ জানুয়ারি ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন নিহত রোমানের পিতা মিরাজ শেখ। পুলিশ এ ঘটনায় সিয়ামসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পাশাপাশি উদ্ধার করা হয় অটোরিকশাটি। তবে আসামিরা পুলিশকে রোমানের বিষয়ে কোন তথ্য দেয়নি।
প্রসঙ্গত, গতকাল ১২ ফেব্রুয়ারি নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানায় হামলা করে ভাংচুর চালায় বিক্ষুব্ধ স্বজন ও সহপাঠীরা।  নিহত রোমান শেখ (১৫) সিরাজদিখান উপজেলায় কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। মামলার প্রধান আসামি সিয়াম ওরফে জিহাদ (১৯)
শ্রীনগরে উপজেলায় বীরতারা ইউনিয়নের ছয়গাঁও এলাকার রফিক ফকিরের ছেলে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নির্যাতন মামলাটি হত্যা মামলায় রুপান্তর হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
৮২ জন দেখেছেন

নিখোঁজের ২৩ দিন পর বস্তাবন্দি স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
মুন্সীগঞ্জে নিখোঁজের ২৩ দিন পর বস্তাবন্দি স্কুলছাত্রের মরাদেহ উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শ্রীনগর উপজেলায় ছয়গাঁও এলাকায় ডোবা থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা সাংবাদিকদের বলেন, সকাল ১০ টার দিকে স্কুলছাত্রের লাসের খোঁজে কোলা উইপি চেয়ারম্যান আসামি সিয়ামের বাড়ির পাশে ডোবার কচুরিপানা পরিষ্কার করতে শ্রমিকদের নামায়। কচুরিপানা সাফ করতে গিয়ে একটি লাশ ভেশে উঠতে দেখে তারা পুলিশে খবর দেয়। লাশের খবর শুনে বিভিন্ন এলাকা থেকে শতশত বিক্ষুব্ধ জনতা আসামী সিয়ামের বাড়িঘর ভাংচুর ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ সূত্রে জানাযায়, দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উপস্থিতিতে ২৩ দিন আগে নিখোঁজ শ্রীনগরের বেলতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও অটোচালক ছাত্র রোমান শেখের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি সিমেন্টের খুঁটি ও ইটের সাথে বেঁধে পুকুরে কচুরির ভেতরে লুকানোর উদ্দেশ্যে ফেলে রাখা হয়। গতকাল ১২ ফেব্রুয়ারি নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানায় হামলা করে ভাংচুর চালায় বিক্ষুব্ধ স্বজন ও সহপাঠীরা।
সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, গত ২১ জানুয়ারি স্কুল ছাত্র রোমান শেখ বাসা থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ২৫ জানুয়ারি ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন নিহত রোমানের পিতা মিরাজ শেখ। পুলিশ এ ঘটনায় সিয়ামসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পাশাপাশি উদ্ধার করা হয় অটোরিকশাটি। তবে আসামিরা পুলিশকে রোমানের বিষয়ে কোন তথ্য দেয়নি।
প্রসঙ্গত, গতকাল ১২ ফেব্রুয়ারি নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানায় হামলা করে ভাংচুর চালায় বিক্ষুব্ধ স্বজন ও সহপাঠীরা।  নিহত রোমান শেখ (১৫) সিরাজদিখান উপজেলায় কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। মামলার প্রধান আসামি সিয়াম ওরফে জিহাদ (১৯)
শ্রীনগরে উপজেলায় বীরতারা ইউনিয়নের ছয়গাঁও এলাকার রফিক ফকিরের ছেলে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নির্যাতন মামলাটি হত্যা মামলায় রুপান্তর হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাখ//এস