০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পাবনার বেড়ার গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে

পাবনার বেড়ার গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ কম্পাউন্ডে আয়েজিত পুরস্কার বিতরণী ও অভিবাক সমাবেশে অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব সম্পাদক এম এ আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম পাবনা জেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশন সদস্য সচিব ইঞ্জিনিয়ার এম এ রশিদ বেড়া প্রেসক্লাবের সদস্য সচিব সহাকারী অধ্যাপক সাজেদুল ইসলাম দিপু প্রমূখ। সকালে কলেজ কম্পাউন্ডে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে এম এ আজিজ বলেন, আগামী বিশ্বে সকল কর্মকান্ডে প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে জীবন পরিচালনা করতে হবে।
শিক্ষার্থীদের রোবট নামক যন্ত্র দিয়ে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। কাজেই শিক্ষার্থীদের এখন থেকেই সেভাবে নিজেকে তৈরি করে নিতে হবে। তা না হলে পদে পদে বাঁধার সম্মুখীন হতে হবে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার মনোযোগী হওয়ার আহবান জানান।
বাখ//এস