০২:২৫ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভোলার তজুমুদ্দিনে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

ভোলা জেলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে চোর সন্দেহে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তজুমদ্দিনের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন (২৭)। তাঁদের গাছের সঙ্গে বেঁধে মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

আজ বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ইনকিলাবকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নয়ন ও আমির হোসেন সোনাপুর ইউনিয়নের ভূঁইয়াবাড়ির আব্দুল খালেকের গোয়ালঘর থেকে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন এসে নয়ন ও আমিরকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন এবং বেঁধে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়েছিলেন। পরে স্থানীয়রা তাঁদের ধরে চোর সন্দেহে গণপিটুনি দিয়েছেন। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পুলিশ খবর পেয়ে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
৭৬ জন দেখেছেন

ভোলার তজুমুদ্দিনে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ভোলার তজুমদ্দিনে চোর সন্দেহে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তজুমদ্দিনের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন (২৭)। তাঁদের গাছের সঙ্গে বেঁধে মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

আজ বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ইনকিলাবকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নয়ন ও আমির হোসেন সোনাপুর ইউনিয়নের ভূঁইয়াবাড়ির আব্দুল খালেকের গোয়ালঘর থেকে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন এসে নয়ন ও আমিরকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন এবং বেঁধে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়েছিলেন। পরে স্থানীয়রা তাঁদের ধরে চোর সন্দেহে গণপিটুনি দিয়েছেন। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পুলিশ খবর পেয়ে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

বাখ//এস