০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে দুই যুবলীগ কর্মী গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশের একটি বিশেষ দল সেনবাগ পৌর শহর থেকে মোঃ আরিফুল ইসলাম (৩৩) ও শরিফুল ইসলাম সিয়াম (৩০) নামের দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পরই তাদেরকে সেনবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
এদের মধ্যে আরিফুল ইসলাম সেনবাগ পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র ও শরিফুল ইসলাম সিয়াম উপজেলার কাদরা ইউনিয়নের কাদরা গ্রামের শহিদ উল্লাহ’র পুত্র ।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, সুনিদৃষ্ট কিছুু অভিযোগের ভিত্তিতে দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় কি ধরনের মামলা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাদেরকে শুক্রবার নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হবে।
বাখ//এস