০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যা করলো সন্তান 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনন্দপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিজের মাকে কুপিয়ে হত্যা করেছে সিয়াম (১৯) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে গাজির বাজার সংলগ্ন আনন্দপুর গ্রামে।
নিহত নারী নাসিমা বেগম (৪৫) আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। ঘটনার সময় মিজান মোল্লা স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে গিয়েছিলেন। এ সুযোগে তার ছেলে সিয়াম দা ও চাহাইট দিয়ে কুপিয়ে নৃশংসভাবে মাকে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ছেলে সিয়ামকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সিয়াম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সিয়াম আগে থেকেই কিছুটা অস্বাভাবিক আচরণ করত। তবে কী কারণে সে এমন মর্মান্তিক কাজ করল, তা বুঝতে পারছেন না তারা।
এই ঘটনার পর আনন্দপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, এমন নৃশংস ঘটনা তারা আগে কখনো দেখেনি।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১০:২৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
১০১ জন দেখেছেন

আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যা করলো সন্তান 

আপডেট : ১০:২৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনন্দপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিজের মাকে কুপিয়ে হত্যা করেছে সিয়াম (১৯) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে গাজির বাজার সংলগ্ন আনন্দপুর গ্রামে।
নিহত নারী নাসিমা বেগম (৪৫) আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। ঘটনার সময় মিজান মোল্লা স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে গিয়েছিলেন। এ সুযোগে তার ছেলে সিয়াম দা ও চাহাইট দিয়ে কুপিয়ে নৃশংসভাবে মাকে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ছেলে সিয়ামকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সিয়াম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সিয়াম আগে থেকেই কিছুটা অস্বাভাবিক আচরণ করত। তবে কী কারণে সে এমন মর্মান্তিক কাজ করল, তা বুঝতে পারছেন না তারা।
এই ঘটনার পর আনন্দপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, এমন নৃশংস ঘটনা তারা আগে কখনো দেখেনি।
বাখ//আর