তাড়াশে বৈদ্যুতিক আগুনে কৃষকের ঘর পুড়ে ছাই

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে আব্দুর রশিদ নামে এক কৃষকের তিনটি ঘর, গরু, ছাগল, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে ওই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে কৃষক আব্দুর রশিদের বাড়িতে।
বিষয়টি নিশ্চিত করে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে নয়টার দিকে সবাই শবে বরাতের নামাজ পড়ার জন্য মসজিদে যান। নামাজ শেষে কৃষক আব্দুর রশিদেও বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এ সময় আগুনের লেলিহান শিখা দেখে ও পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানো চেষ্টা করে। ইতিমধ্যে ওই কৃষকের ঘরের সমস্ত আসবাবপত্র, গোয়ালে রাখা গরু, ছাগল, হাসঁ, মুরগীসহ ৩টি ঘর পুড়ে যায়।
তাড়াশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোঃ রেজাউল করিম জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। এতে ওই কৃষকের আসবাবপত্র, গোয়ালে রাখা গরু, ছাগল, হাসঁ, মুরগীসহ ৩টি ঘর পুড়ে গিয়েছে।
বাখ//এস