পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হাপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম শাকিল মিয়া (২২)। তিনি উপজেলার গান্ধোয়ার চর গ্রামের শরীফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদিয়া গ্রামের আসাদ মিয়া নামের এক ব্যাক্তির নির্মানাধীন চারতলা ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন শাকিল মিয়া। কাজ করার সময় চতুর্থ তলার পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টের তারে স্পর্শ লেগে ছিটকে ওপর থেকে নিচে পড়ে যান তিনি। তারের স্পর্শ লেগে শাকিল মিয়ার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সহকর্মীরা সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
মা
সুদ মিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, কোন প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই নির্মানাধীন ভবনের চারতলায় কাজ চলছিল। অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে ওই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাখ//এস