পাকুন্দিয়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটর সাইকেলের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে আফনানুল ইসলাম ফাহাদ (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাহাদিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আফনানুল ইসলাম ফাহাদ উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া উত্তরপাড়া গ্রামের প্রবাসী মো. কামরুল ইসলামের ছেলে। ফাহাদ পাকুন্দিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন, উপজেলার চরফরাদী ইউনিয়নের বর্ষাগাতি গ্রামের মানিক মিয়ার ছেলে নাঈম (১৮) ও একই গ্রামের তাজ উদ্দীনের ছেলে শাকিল (১৯)।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলের দিকে তিনবন্ধু একটি মোটর সাইকেলে করে বাড়ি থেকে মঠখোলার হাজী জাফর আলী কলেজ মাঠে খেলতে যাচ্ছিলেন। পথে বাহাদিয়া পাঠানবাড়ি ঘাট এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সামনের চাকা খুলে যায়।
এ সময় সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মোটর সাইকেলে থাকা তিন আরোহী ছিটকে গিয়ে পড়ে সড়কের ওপর। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষনা করেন।
আহত নাঈম ও শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাখ//এস