বাউফলে সেচ্ছা শ্রমে সড়ক সংস্কার

সংস্কারের অভাবে ধূলিয়া স্কুল এন্ড কলেজ থেকে ধূলিয়া লঞ্চঘাট পর্যন্ত ২ কিলোমিটার সড়কের বেহাল দশা। সড়কের পিচ উঠে কাচা মাটির সাথে মিশে গেছে। দেখে বুজার উপায় নেই এট একটা সড়ক ছিল। সড়কে সৃষ্ট হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। মাঝে মাঝে ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। বেড়েছে জনদুর্ভোগ। তাই জনদুর্ভোগ লাগব করতে সড়ক কর্তৃপক্ষের অপেক্ষা না করে সড়কটি সংস্কারের কাজ শুরু করেন স্থানীয় ছাত্র সমাজ। আজ শনিবার দুপুরে এমন চিত্র দেখা গেছে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নে।
ওই ইউনিয়নের সমাজ সেবক হিসেবে পরিচিত উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক তৌশিফুর রহমান রাফা বলেন, সড়কটি জনগুরুত্বপূর্ন। এই সড়ক দিয়ে দেশের রাজধানী ঢাকাসহ চাদপুর ও ভোলা জেলায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। দীর্ঘ ১০ বছর পর্যন্ত সংস্কার বা পুনঃনির্মান না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।
জনদুর্ভোগ কমাতে আমরা কয়েকজন ছাত্র বিভিন্নজনের কাছ থেকে মানুষের সেবায় অর্থ সংগ্রহ করে তা দিয়ে ইটের খোয়া ও বালু ক্রয় করি এবং সেচ্ছায় শ্রম দিয়ে সড়কের গর্তগুলো পুরন করি। যাতে জনসাধারণ যাতাযাত করতে পারে। এটা আমরা সেবার মন নিয়েই করেছি। পুরো সড়কটি যাতাযাতের উপযোগী করে তোলা হবে।
ছাত্ররা সেচ্ছায় শ্রমে দিয়ে সড়কটি সংস্কার করায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গন্যমান্যরা ও পথচারীরা।
বাখ//আর