০২:৩১ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
রাউজানে কলেজ ছাত্রদলের নেতাকে গুলি করে হত্যার চেষ্টা!

রাউজান কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী পেয়ার মোঃ চৌধুরী বাবুকে গুলি করে হত্যার চেষ্টা হরা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তরগুজরা আধ্যেপিট এলকায় এঘটনা ঘটে।
সূত্র জানান অস্ত্রধারী সন্ত্রাসীরা পেয়ার মোঃ চৌধুরী বাবুর শরিরে গুলি চালায়।এতে শরিরের বিভিন্ন অংশে গুলি লাগে।তৎক্ষনাত স্থানিয়রা উদ্বার করে প্রথমে উপজেলা সাস্থ্য কমপেলক্স নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে নগরের অনন্যা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
সূত্র জানান আঃলীগ আমলে নির্যাতিত বাবুকে কারা গুলি করেছে,ঘটনার কারন কি এখনো জানা যায়নি।তবে রাউজান থানার নতুন ওসি যোগদানের ১দিনের মাথায় এঘটনা ঘটলো।স্থানিয়রা জানান বিগত ৭মাস যাবৎ রাউজানে হানা হানি গুলাগুলি মারপিট লেগেই রয়েছে। ১মাস আগে দিবালোকে জুমার নামাজ পড়তে যাবার পথে নোয়াপাড়ার ব্যবসায়ি জাহাঙ্গীরকে হত্যার পর,পুণরায় দিবালোকে বাবুকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।উপজেলার সর্বত্রে আংনশৃংখলার অবনতি ঘটেছে ফ্যাসিষ্ট সরকার বিদায় নেবার পর থেকেই।এমন কোন দিন রাত নাইযে,দাঙ্গা গুলাগুলি মারপিট হচ্ছেনা।বিগত ৭মাসের মধ্যে তিনজন ওসিকে বদলী করা হয়।
এতেও কোন উন্নতি হয়নি আইন শৃংখলার।গুলিবিদ্ব বাবু বিএনপির কেন্দ্রিয় নেতা আলহাজ্জ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর হয়ে রাজনীতি করতো।ছাত্র নেতা হিসাবে এলাকার প্রভাব বিস্তার কিংবা দলাদলীতে এঘটনা ঘটতে পারে বলেও সূত্র জানান।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাখ//আর