০২:২৮ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
রাজারহাটে আগুনে পুড়ে ও পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রাজারহাটে আগুনে পুড়ে ও পানিতে ডুবে ২শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের শুকদেব গ্রামের আঃ হান্নান পরিবার নিয়ে ঘরে ঘুমন্ত নাতনিকে তালা দিয়ে রেখে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যান। রাত সাড়ে ১০টার দিকে তার বাড়িতে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে ঘরবাড়ি পুড়ে আনুমনিক ৪ লক্ষ টাকা মালামাল ও ঘরে থাকা নাতনি আইরিন (৪) ভস্মিভূত হয়।
উপজেলা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের বলেন, অগ্নিকান্ডে ৪টি ঘর ও অন্যান্য মালামাল সহ প্রায় ৪লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র ভস্মিভূত হয়েছে। এছাড়া আইরিন নামে শিশুটি পুড়ে অঙ্গার হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এছাড়া শুক্রবার দুপুরে উক্ত ইউনিয়নের পাড়ামৌলা মৌজার তাইজুল ইসলামের পুত্র নিরব (৭) ডাংরারহাট ক্রসবাঁধের পার্শ্বস্থ নদীর কিনারে বসে থাকাবস্থায় কিনারের মাটি ধ্বসে নদীতে পড়ে যায়। প্রবল স্রোতে প্রায় ৫শ মিটার দূরে লাশ হয়ে ভেসে উঠে নিরব। নিবর স্থানীয় পাড়ামৌলা গ্রামের তাইজুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
বাখ//আর