০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শেখ হাসিনার পতন না হলে আমাদেরকে ফাঁসি দিয়ে দিতো : এড রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এড রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতন না হলে আমাদের সকলকে ফাঁসি দিয়ে দিতো। তিনি আরও বলেন স্বৈরাচার হাসিনার আমলে গত ১৭ বছর বিএনপি ভয়াবহ নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে,সংগ্রাম করেছে। শুধু বিএনপিই নয় এই দেশের মানুষও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে, কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে, নাগরিক স্বাধীনতা বলতে কিছুই ছিল না।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরো বলেন, ছাত্রজনতার তাজা প্রাণের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহ্বান জানান।
মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো.অদুদ মুন্সির সভাপতিত্বে এবং মেঘনা উপজেলা যুবদল নেতা মাসুরুদ হক সরকারের সঞ্চালনায়,রুহুল কবির রিজভী আরও বলেন, যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ৪ বছরের শিশুকে হত্যা করতে পারে সে আমাদেরকেও ফাঁসি দিতে পারবে। ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য কে মরল কে বাঁচলো শেখ হাসিনার কাছে তা কোন ব্যাপার ছিল না । এই রাক্ষসী খুনি হাসিনার বিচার না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইজ্জত সম্মান আর কিছুই থাকবে না।
আজকে যদি ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনার পালিত পুলিশের বুলেটের সামনে বুক পেতে না দিত তাহলে এই দেশে স্বাধীনতার মুখ দেখা হতো না। এখন বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তিতে জীবন যাপন করতে পারছে।
তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি এ দেশের দেশপ্রেমিক মানুষের দল। আমাদেরকে দলের নেতা কর্মীদের মধ্যে গণতন্ত্র চর্চা করার অভ্যাস করতে হবে। হাসিনার সরকার এই সেলিম ভূঁইয়াকে একের পর এক মিথ্যা মামলা হামলায় জর্জরিত করেছে। আগামীতে মেঘনা হোমনায় বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
সম্মেলন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সী প্রমুখ।
বাখ//আর