০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শাহজাদপুরে ট্যাংকলরী ও লছিমনের সংঘর্ষে চালক নিহত

রবিববার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার তালগাছী নামক স্থানে লছিমন ও ট্যাংকলরীর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। ঘটনার পর ফাঁয়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
উপজেলা ফাঁয়ার ষ্টেশনের টিম লিডার রোকন উদ্দিন জানান, বাঘাবাড়ি থেকে একটি তেল ভর্তি ট্যাংকলরী দ্রুতবেগে উত্তরবঙ্গে যাওয়ার সময় তালগাছি মহাসড়কে ট্যাংকলরী ও লছিমন মুখোমুখি সংঘর্ষ বাঁধে সংঘর্ষে লছিমন এর চালক উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ইউসুফ আলী (৩০) ঘটনাস্থলেই নিহত হয় যায়।
এ ঘটনায় থানার ওসি আছলাম আলী জানান, ট্যাংকলরী আটক করা হয়েছে।
বাখ//এস