০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সুইডেনে তুষার ঝড়ের কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত

আন্তর্জজাতিক ডেস্ক

পূর্ব সুইডেনে তীব্র তুষারঝড়ের ফলে শনিবার কয়েক ডজন যানবাহনের দুটি বড় ধরণের সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্টকহোম থেকে এএফপি এ খবর জানায়।

স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে কয়েক ডজন গাড়ি এবং ট্রাক একে অপরের সাথে ধাক্কা খেতে দেখা যায়, যার মধ্যে অনেকগুলোই মূলত ধ্বংস হয়ে গেছে। এসব গাড়ির সবগুলোই তুষারে ঢাকা পড়ে গেছে।

দেশটির জরুরি তথ্য কর্তৃপক্ষ সংক্ষিপ্তভাবে সতর্ক করে দেয় যে দুর্ঘটনাগুলো উপসালা অঞ্চলে “স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর একটি বড় ধরণের চাপ তৈরি করেছে” এবং স্থানীয় সরকার জরুরি ব্যবস্থা গ্রহনের ঘোষণা দিয়েছে। আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা মিকায়েল কোহলার এএফপিকে বলেন, সন্ধ্যার মধ্যে হাসপাতালগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে।

তিনি বলেন, ‘ই-১৮ সড়কে এ দুর্ঘটনার পর মোট ১০৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।’ কর্মকর্তারা এই সড়কে প্রায় ৯৫টি গাড়ি সংঘর্ষে লিপ্ত হয়েছিল বলে জানান।

কোহলার বলেন, শনিবার সন্ধ্যায় আহতদের মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সুইডিশ পরিবহন প্রশাসন তাদের ওয়েবপেজে উপসালা কাউন্টির রাস্তা ব্যবহারকারীদের রাস্তায় বের না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:০০:০০ অপরাহ্ন, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
৯৮ জন দেখেছেন

সুইডেনে তুষার ঝড়ের কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত

আপডেট : ০৩:০০:০০ অপরাহ্ন, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

পূর্ব সুইডেনে তীব্র তুষারঝড়ের ফলে শনিবার কয়েক ডজন যানবাহনের দুটি বড় ধরণের সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্টকহোম থেকে এএফপি এ খবর জানায়।

স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে কয়েক ডজন গাড়ি এবং ট্রাক একে অপরের সাথে ধাক্কা খেতে দেখা যায়, যার মধ্যে অনেকগুলোই মূলত ধ্বংস হয়ে গেছে। এসব গাড়ির সবগুলোই তুষারে ঢাকা পড়ে গেছে।

দেশটির জরুরি তথ্য কর্তৃপক্ষ সংক্ষিপ্তভাবে সতর্ক করে দেয় যে দুর্ঘটনাগুলো উপসালা অঞ্চলে “স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর একটি বড় ধরণের চাপ তৈরি করেছে” এবং স্থানীয় সরকার জরুরি ব্যবস্থা গ্রহনের ঘোষণা দিয়েছে। আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা মিকায়েল কোহলার এএফপিকে বলেন, সন্ধ্যার মধ্যে হাসপাতালগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে।

তিনি বলেন, ‘ই-১৮ সড়কে এ দুর্ঘটনার পর মোট ১০৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।’ কর্মকর্তারা এই সড়কে প্রায় ৯৫টি গাড়ি সংঘর্ষে লিপ্ত হয়েছিল বলে জানান।

কোহলার বলেন, শনিবার সন্ধ্যায় আহতদের মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সুইডিশ পরিবহন প্রশাসন তাদের ওয়েবপেজে উপসালা কাউন্টির রাস্তা ব্যবহারকারীদের রাস্তায় বের না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

বাখ//এস