০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে কিট-বক্স বিতরণ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল কিট-বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের আয়োজনে এবং নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি আজ সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ সকালে অনুষদের ভেটেরিনারি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম অফ্রাদ। অনুষ্ঠানে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার ডা. মোঃ মাসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ডিভিএম প্রোগ্রামের তৃতীয় বর্ষের ৫১ জন কিট-বক্স প্রাপ্ত শিক্ষার্থীসহ অনুষদীয় শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান। পরে শিক্ষার্থীদের হাতে কিট-বক্স তুলে দেন উপাচার্য। কিট-বক্স বিতরণ শেষে আলোচনায় ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ গবেষণায় খরচ কমানোর অন্যতম উপায় হিসেবে এ কিটের ব্যবহার বৃদ্ধির পরামর্শ প্রদান করেন। অন্যদিকে নাভানার ডা. মোঃ মাসুদুর রহমান বিতরণকৃত সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল কিট-বক্স এর সঠিক ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এ সময় তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান নাভানা ফার্মাকে বিশেষ ধন্যবাদ দিয়ে বলেন, সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল কিট-বক্স শিক্ষার্থীদের অনুশীলনের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে যা একজন শিক্ষার্থীর দক্ষ ডাক্তার হিসেবে গড়ে উঠার জন্য গুরুত্বপূর্ণ উপলক্ষ।
যে কিট-বক্স বিতরণ করা হলো তা দিয়ে শিক্ষার্থীরা সম্যক ধারণা অর্জন করে প্রান্তিক খামারিদের সেবার জন্য নিজেদের নিয়োজিত করবে। একজন সফল কৃষিবিদ তাঁর অর্জিত জ্ঞান মানুষের, সর্বোপরি দেশের কল্যাণে ব্যয় করতে পারলেই শিক্ষার্থীর সার্থকতা ফুটে উঠবে বলে উপাচার্য বক্তব্যে তুলে ধরেন।
বাখ//এস