০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ উন্নয়ন বিভাগে এমএস কোর্স চালুকরণে কর্মশালা

কাজী মকবুল, গাজীপুর প্রতিনিধি
কৃষিক্ষেত্রে উৎকর্ষ সাধনের জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ উন্নয়ন বিভাগে মাস্টার অব সায়েন্স (এমএস) কোর্স চালুকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কোর্সটিতে বাংলাদেশে বিদ্যমান স্নাতক প্রোগ্রামের অন্তর্দৃষ্টি সংযোজন করে গ্রামীণ উন্নয়নে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা ও সুযোগসমূহ দক্ষতার সাথে ব্যবহার করে দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সর্বোপরি কৃষি উন্নয়ন ক্ষেত্রে জোর দেয়া হয়েছে।
কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম, ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শিক্ষকবৃন্দসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোর্সের উপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন দেন বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ মনজুরুল ইসলাম। প্রেজেন্টেশনের পর কোর্সকে কীভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় সে লক্ষ্যে ফ্লোর উন্মুক্ত করে উপস্থিত বিশেষজ্ঞদের নিকট দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কৃষকরাই আমাদের দেশের হার্ট, তাই কৃষকদের সার্বিক সমৃদ্ধির জন্য এ কোর্স একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
প্রতিটি শিক্ষক আন্তরিক হলে চালুকৃত কোর্স থেকে সফলতম ফলাফল পাওয়া সম্ভব বলে উপাচার্য মনে করেন। বক্তব্যের শেষে উপাচার্য আমন্ত্রিত বিশেষজ্ঞসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ২০১২ সালে এ বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ উন্নয়ন বিভাগটি প্রতিষ্ঠা পাবার পর থেকেই গ্রামীণ শিক্ষা ও গবেষণার উৎকর্ষের জন্য কাজ করে চলেছে।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
১১২ জন দেখেছেন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ উন্নয়ন বিভাগে এমএস কোর্স চালুকরণে কর্মশালা

আপডেট : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
কৃষিক্ষেত্রে উৎকর্ষ সাধনের জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ উন্নয়ন বিভাগে মাস্টার অব সায়েন্স (এমএস) কোর্স চালুকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কোর্সটিতে বাংলাদেশে বিদ্যমান স্নাতক প্রোগ্রামের অন্তর্দৃষ্টি সংযোজন করে গ্রামীণ উন্নয়নে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা ও সুযোগসমূহ দক্ষতার সাথে ব্যবহার করে দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সর্বোপরি কৃষি উন্নয়ন ক্ষেত্রে জোর দেয়া হয়েছে।
কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম, ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শিক্ষকবৃন্দসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোর্সের উপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন দেন বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ মনজুরুল ইসলাম। প্রেজেন্টেশনের পর কোর্সকে কীভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় সে লক্ষ্যে ফ্লোর উন্মুক্ত করে উপস্থিত বিশেষজ্ঞদের নিকট দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কৃষকরাই আমাদের দেশের হার্ট, তাই কৃষকদের সার্বিক সমৃদ্ধির জন্য এ কোর্স একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
প্রতিটি শিক্ষক আন্তরিক হলে চালুকৃত কোর্স থেকে সফলতম ফলাফল পাওয়া সম্ভব বলে উপাচার্য মনে করেন। বক্তব্যের শেষে উপাচার্য আমন্ত্রিত বিশেষজ্ঞসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ২০১২ সালে এ বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ উন্নয়ন বিভাগটি প্রতিষ্ঠা পাবার পর থেকেই গ্রামীণ শিক্ষা ও গবেষণার উৎকর্ষের জন্য কাজ করে চলেছে।
বাখ//এস