০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
চলতি সপ্তাহেই জুলাই নীতিমালা চূড়ান্ত ও অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে : ফারুক ই আজম

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
এছাড়া চলতি সপ্তাহেই জুলাই নীতিমালা চূড়ান্ত ও অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। আজ সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে তিনি এসব তথ্য জানান।
ফারুক ই আজম আরো জানান, সারা দেশে অভিযান চালিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকে এককালীন ৩০ লাখ টাকা এবং মাসিক হিসেবে বিশ হাজার টাকা করে আজীবন সম্মানী ভাতা দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে মাসিক হারে সম্মানী ভাতা ও চাকুরির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
বাখ//আর