০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশের বাইরে আমাদের বন্ধু দেশ আছে, কিন্তু প্রভূ নেই : মোয়াজ্জেম হোসেন আলাল

আসাদুজ্জামান আসাদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন,“দেশের বাইরে আমাদের বন্ধু দেশ আছে কিন্তু প্রভূ নেই। বাংলাদেশের চরিত্রগত বৈশিষ্ট আগে যা ছিল তা ফেরত এসেছে । আমরা বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই,প্রভুত্ব চাই না।”

তিনি বলেন, তিস্তার খড়খড়া মাটিগুলো যাতে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে প্রতারণার চিহ্ন হয়ে না থাকে সেজন্য অল্প কিছু পানি ছেড়ে ডুবিয়ে দেয়া হয়েছে। তিস্তা নিয়ে প্রতিবেশি দেশ ভারত বাংরাদেশের সাথে বুদ্ধি ভিত্তিক প্রতারণা করে আসছে। এই তিস্তা বাংলাদেশের মানুষের জীবন-মরণের প্রশ্ন। ভারত তাদের অংশে রাবার ড্যাম বসিয়ে পানি সরিয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এটা করছে,আর দিল্লীর কেন্দ্রীয় সরকার যা খুশি তাই চাপিয়ে দিচ্ছে।

সোমবার (১৭ফেব্রুয়ারি) সন্ধ্যার পূর্বে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তার পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলাল আরও বলেন, একথাটা প্রমাণ করার জন্য তিস্তার পাড়ে আজকের এ সমাবেশ। এ কারনে তিস্তা পাড়ের মানুষের পাশে দাড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই বিএনপি আগেও সাধারণ মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। এরমধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে আমরা বলবো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বাংলাদেশের মানুষকে এ ভয়াল থাবা থেকে বাঁচান।

এরআগে সোমবার দুপুরে শুরু হয় ৪৮ঘন্টার অবস্থান কর্মসূচি । তিস্তার ন্যায্য হিস্যা আদায় ও অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। রাজারহাটের বুড়িরহাট সহ রংপুর বিভাগের তিস্তা পাড়ের ১০টি স্পষ্টে এ কর্মসুচি পালিত হচ্ছে।

এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজুর রমহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল এহসান এবং তিস্তা পাড়ের হাজার হাজার মানুষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
৯৫ জন দেখেছেন

দেশের বাইরে আমাদের বন্ধু দেশ আছে, কিন্তু প্রভূ নেই : মোয়াজ্জেম হোসেন আলাল

আপডেট : ০৯:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন,“দেশের বাইরে আমাদের বন্ধু দেশ আছে কিন্তু প্রভূ নেই। বাংলাদেশের চরিত্রগত বৈশিষ্ট আগে যা ছিল তা ফেরত এসেছে । আমরা বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই,প্রভুত্ব চাই না।”

তিনি বলেন, তিস্তার খড়খড়া মাটিগুলো যাতে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে প্রতারণার চিহ্ন হয়ে না থাকে সেজন্য অল্প কিছু পানি ছেড়ে ডুবিয়ে দেয়া হয়েছে। তিস্তা নিয়ে প্রতিবেশি দেশ ভারত বাংরাদেশের সাথে বুদ্ধি ভিত্তিক প্রতারণা করে আসছে। এই তিস্তা বাংলাদেশের মানুষের জীবন-মরণের প্রশ্ন। ভারত তাদের অংশে রাবার ড্যাম বসিয়ে পানি সরিয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এটা করছে,আর দিল্লীর কেন্দ্রীয় সরকার যা খুশি তাই চাপিয়ে দিচ্ছে।

সোমবার (১৭ফেব্রুয়ারি) সন্ধ্যার পূর্বে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তার পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলাল আরও বলেন, একথাটা প্রমাণ করার জন্য তিস্তার পাড়ে আজকের এ সমাবেশ। এ কারনে তিস্তা পাড়ের মানুষের পাশে দাড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই বিএনপি আগেও সাধারণ মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। এরমধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে আমরা বলবো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বাংলাদেশের মানুষকে এ ভয়াল থাবা থেকে বাঁচান।

এরআগে সোমবার দুপুরে শুরু হয় ৪৮ঘন্টার অবস্থান কর্মসূচি । তিস্তার ন্যায্য হিস্যা আদায় ও অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। রাজারহাটের বুড়িরহাট সহ রংপুর বিভাগের তিস্তা পাড়ের ১০টি স্পষ্টে এ কর্মসুচি পালিত হচ্ছে।

এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজুর রমহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল এহসান এবং তিস্তা পাড়ের হাজার হাজার মানুষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাখ//এস