০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নদীতে খননযন্ত্র দিয়ে মাটি-বালু উত্তোলনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মানববন্ধন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে খননযন্ত্র দিয়ে মাটি-বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের তিতাস নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার শশই গ্রামের লোকজন হাতে ব্যানার, প্লেকার্ড নিয়ে তিতাস নদীর পাড়ে জড়ো হন। মানববন্ধনে ভূক্তভোগী কৃষক, স্থানীয় লোকজন, সাবেক ও বর্তমান ইউপি সদস্য, ইউনিয়নের বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বুধন্তি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ও সামসুল ইসলাম, সদস্য ফজল মিয়া, বিএনপির সদস্য সৈয়দ মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি নাজমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সামসু মিয়া ও সোলায়মান মিয়া, স্থানীয় আবদুল আমিন সর্দার, শরিফুল ইসলাম, জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান ও চমক, বুধন্তি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম ওরফে রাষ্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া ইয়ার মোহাম্মদ খালেদ রাসেল, বুধন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ একটি প্রভাবশালী মহল নদী সংলগ্ন কৃষি জমির সংলগ্ন নদীর বুধন্তি এলাকায় খননযন্ত্রের সাহায্যে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এতে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। বালু উত্তোলন অব্যাহত থাকলে কৃষি জমি নদীতে বিলীন হয়ে যাবে। প্রতিবাদ করায় তারা মামলার ভয় দেখাচ্ছেন। কিন্তু গ্রামবাসী বালু উত্তোলনে জোরালো ভাবে বাধা দিতে চাইছে।

হাজী আবদুর রহমান, ইউনিয়নের একটা কুচক্রী মহল বিএনপির নাম বেইচা তিতাস নদী থেকে বালু উত্তোলন করতাছে। আমাদেরকে প্রশাসন দিয়া হয়রানি করতাছে। বুধন্তির চমক মিয়া, মিজানুর, সোহেল, ইসলামপুরের রাসেল, হেলাল আসাদ, আলীনগর থেকে রাষ্টু বালু তুলতেছে।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, ছয় লেনের রাস্তার কাজের জন্য পিডিএল নামের একটি কোম্পানি বালু উত্তোলনের আবেদন করেছে। ঢাকার একটি প্রতিষ্ঠান বালু উত্তোলনের দায়িত্ব পেয়েছে। জেলায় বিএনপির রাজনীতিতে দুটি পক্ষ। আমাদেরকে এটির সঙ্গে জড়িয়ে ঘায়েল করতে চাচ্ছে। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা বলেন, মহাসড়কের কাজের জন্য পিডিএল নামের একটি কোম্পানী আবেদন করে সেখান থেকে বালু উত্তোলন করছে। গ্রামবাসীর কোনো আবেদন বা লিখিত অভিযোগ আমাদের কাছে করেনি।

এদিকে গত ৫ ফেব্রুয়ারি তিতাস নদীতে বালু ও মাটি উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন বুধন্তি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এমরানুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান ও স্থানীয় খাবির রহমান। আবেদনে উল্লেখ করা হয়, তিতাস নদীর বালু ও সোনাই নদীর পাড়ের মাটি কেটে নেওয়ায় উপজেলার কাষকদের ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এসব অব্যাহত থাকলে কৃষকদের ফসলি জমি পানি ডুবে যাবে।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
৮১ জন দেখেছেন

নদীতে খননযন্ত্র দিয়ে মাটি-বালু উত্তোলনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মানববন্ধন

আপডেট : ০৯:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে খননযন্ত্র দিয়ে মাটি-বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের তিতাস নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার শশই গ্রামের লোকজন হাতে ব্যানার, প্লেকার্ড নিয়ে তিতাস নদীর পাড়ে জড়ো হন। মানববন্ধনে ভূক্তভোগী কৃষক, স্থানীয় লোকজন, সাবেক ও বর্তমান ইউপি সদস্য, ইউনিয়নের বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বুধন্তি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ও সামসুল ইসলাম, সদস্য ফজল মিয়া, বিএনপির সদস্য সৈয়দ মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি নাজমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সামসু মিয়া ও সোলায়মান মিয়া, স্থানীয় আবদুল আমিন সর্দার, শরিফুল ইসলাম, জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান ও চমক, বুধন্তি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম ওরফে রাষ্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া ইয়ার মোহাম্মদ খালেদ রাসেল, বুধন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ একটি প্রভাবশালী মহল নদী সংলগ্ন কৃষি জমির সংলগ্ন নদীর বুধন্তি এলাকায় খননযন্ত্রের সাহায্যে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এতে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। বালু উত্তোলন অব্যাহত থাকলে কৃষি জমি নদীতে বিলীন হয়ে যাবে। প্রতিবাদ করায় তারা মামলার ভয় দেখাচ্ছেন। কিন্তু গ্রামবাসী বালু উত্তোলনে জোরালো ভাবে বাধা দিতে চাইছে।

হাজী আবদুর রহমান, ইউনিয়নের একটা কুচক্রী মহল বিএনপির নাম বেইচা তিতাস নদী থেকে বালু উত্তোলন করতাছে। আমাদেরকে প্রশাসন দিয়া হয়রানি করতাছে। বুধন্তির চমক মিয়া, মিজানুর, সোহেল, ইসলামপুরের রাসেল, হেলাল আসাদ, আলীনগর থেকে রাষ্টু বালু তুলতেছে।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, ছয় লেনের রাস্তার কাজের জন্য পিডিএল নামের একটি কোম্পানি বালু উত্তোলনের আবেদন করেছে। ঢাকার একটি প্রতিষ্ঠান বালু উত্তোলনের দায়িত্ব পেয়েছে। জেলায় বিএনপির রাজনীতিতে দুটি পক্ষ। আমাদেরকে এটির সঙ্গে জড়িয়ে ঘায়েল করতে চাচ্ছে। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা বলেন, মহাসড়কের কাজের জন্য পিডিএল নামের একটি কোম্পানী আবেদন করে সেখান থেকে বালু উত্তোলন করছে। গ্রামবাসীর কোনো আবেদন বা লিখিত অভিযোগ আমাদের কাছে করেনি।

এদিকে গত ৫ ফেব্রুয়ারি তিতাস নদীতে বালু ও মাটি উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন বুধন্তি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এমরানুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান ও স্থানীয় খাবির রহমান। আবেদনে উল্লেখ করা হয়, তিতাস নদীর বালু ও সোনাই নদীর পাড়ের মাটি কেটে নেওয়ায় উপজেলার কাষকদের ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এসব অব্যাহত থাকলে কৃষকদের ফসলি জমি পানি ডুবে যাবে।

বাখ//এস