মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত কর্মচারীর বসতবাড়ি দখলের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের অবসরপ্রাপ্ত ৪র্থ শ্রেনীর এক কর্মচারি ও তার স্ত্রীকে মারপিট করে জোরপূর্বক বসতবাড়ি জমি দখল করে নিয়ে ঘেরা বেড়া দিয়ে পথরোধ করে দিয়েছে দুর্বৃত্তরা। গত ১৭ দিন ধরে বৃদ্ধের পরিবারের লোকজন বাড়ি বাহিরে বের হতে হচ্ছে পিছনের দরজা থেকে। মানবেতর জীবনযাপন করছে এ পরিবারটি।
এ ঘটনায় ভূক্তভোগী পরিবার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ মো. ইরান মোল্লাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। সোমবার বেলা ১১টায় ওই বৃদ্ধার পরিবার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তাদের দখলকৃত জমি ফেরতসহ হামলার ন্যায় বিচার দাবি করে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্মচারি বৃদ্ধ হানিফ শেখের বসতবাড়িতে ঘটনারদিন ৩১ জানুয়ারি শুক্রবার সকালে একই গ্রামের প্রতিবেশী ইরান মোল্লার নেতৃত্বে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদেরকে বাঁধা দিয়ে বৃদ্ধ হানিফ শেখ (৬৩), স্ত্রী রুমিছা বেগম (৫৩) কে মারপিট ও কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে তারা বসতবাড়ির সামনের অংশে ঘেরা বেড়া দিয়ে দখলে নিয়ে সামনের রাস্তা আটকিয়ে দেয়।
স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে ১১ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন। দখলে নেওয়া বসতঘরের পিছনের একটি অংশে এখন বৃদ্ধা হানিফ শেখের পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। ১৭ দিন ধরে মানবেতর জীবন যাপন করছেন। বাড়ির বাহির হতে হচ্ছে বিকল্প দরজা থেকে। এ ঘটনায় আহত বৃদ্ধার হানিফ শেখের ছেলে আব্দুর রহিম বাদি হয়ে ইরান মোল্লাকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
বৃদ্ধ হানিফ শেখ ও তার স্ত্রী রুমিছা বেগম বলেন, ২০২০ সালে ১৪ শতক জমি ক্রয় সূত্রে মালিক হয় এবং রুমিছা বেগমের মা তাকে বসতবাড়ির জমি দলিল করে দিয়েছেন। সেই বসতবাড়িতে দীর্ঘদিন ধরে শান্তিপ্রিয়ভাবে তিনি বসবাস করে আসছেন। হঠাৎ করে ইরান মোল্লা গায়ের জোরে লোকজন নিয়ে তাদেরকে মারপিট করে বসতঘর দখলে নিয়েছে। আমাদের বের হয়ে হচ্ছে পিছন থেকে। শালিশ বৈঠকের নামে ধরনা দিচ্ছি বিভিন্ন যায়গায়।
ইরান মোল্লার স্ত্রী লাবনী আক্তার বলেন, তারা কারও জমি দখল করেনি। তার স্বামীর পৈত্রিক বসতঘরে তারা বসবাস করছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, আলতি বুরুজবাড়িয়ায় মারপিটের ঘটনায় মামলা দায়ের করায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাখ//আর