মোরেলগঞ্জে পৌর বিএনপির কাউন্সিলকে ঘিরে মাঠ সরগরম লিফলেট বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন পৌর বিএপির কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীরা চাঙ্গা, মাঠ এখন সরগরম। সোমবার বিকেলে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে লিফলেট বিতরণ করেছে নেতাকর্মীরা। এ কাউন্সিলকে সামনে রেখে সবত্রই গুঞ্জন চাঞ্চল্যতা ফিরে এসেছে কর্মীদের মাঝে। দলের ত্যাগী নেতারাই নির্বাচিত হয়ে নেতৃত্ব দিবেন আগামী দিনে এমনটাই প্রত্যাশা তৃনমূল কর্মীদের।
জাতীয়তা বাদী দল বিএনপির পৌর শাখার সভাপতি পদে প্রার্থী হয়ে মাঠে প্রতিদন্ধিতা করছেন পৌর বিএনপির সাবেক আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান মিলন এর পক্ষে সোমবার বিকেলে লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।
এ লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি প্রার্থী শিকদার ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন ছামাদ, বিএনপি নেতা আমির হোসেন তালুকদার, বিএনপি নেতা মো. মাসুম ফকির, বিএনপি নেতা সোহেল রায়হান, উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মো. ডালিম শেখ, বিএনপি নেতা জিয়াউল ইসলাম টুটুলসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বাখ//আর