উজিরপুরে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঢাকা বরিশাল মহাসড়কের পূর্ব ধামসর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন মহাসড়কের পশ্চিম পাশের আব্দুল মালেক মোল্লার বাগানে তিনটি ককটেল বোমা সদৃশ্য,দুটি পেট্রোল বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেন উজিরপুর মডেল থানা পুলিশ ও উজিরপুর ফায়ার সার্ভিস ইউনিট। ঘটনার পরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ২ টা ৩০মিনিটের সময় বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা।বিষয়টি পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি ককটেল সাদৃশ্য কালো কষ্টেপে মোড়ানো বস্তু ও কাচের বোতলে সদৃশ্য দুইটি অবিস্ফোরিত মোট পাঁচটা বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেন। এ বিষয়ে ফায়ার সার্ভিস ইউনিটের দলনেতা আব্দুর রশিদ বলেন এগুলো বোমা কি না বিশেষজ্ঞরা ঘোষণা করবেন।
আমি এগুলো অবিস্ফোরিত দেখে পানি দিয়ে নিষ্ক্রিয় করে রেখেছি। উজিরপুর মডেল অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদ করিম জানান, হরতালের কারণে পুলিশ রাস্তায় টহল দিচ্ছিল, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করি, এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা নিরীক্ষা করার পর জানাতে পারব বস্তুটি কি।
এ বিষয়ে বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জানান,তিনি প্রথমে প্রেট্রোল বোমার বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে অন্যান্য লোকজন সহ আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় লোকজন, উজিরপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ৩ টি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার ও ০২ টি জ্বলন্ত পেট্রোল বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান অজ্ঞাতনামা দূষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়াছে। বোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় তাৎক্ষণিক যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিবাদ মিছিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ খোকন ডাকুয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কালাম ফরাজি, যুবদল নেতা সাহাদুজ্জামান কমরেড, উজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুরাদ আহম্মেদ রনি হাওলাদার, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, পৌর শ্রমিক দলের সদস্য সচিব আকাশ বালী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ শাওন শিকদার প্রমুখ। ঘটনাস্থল পরিদর্শন করেন শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সত্তার মল্লিক,বামরাইল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অনেকে।
বাখ//আর