ঝিকরগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

যশোরের ঝিকরগাছায় পানিতে ডুতে মায়া খাতুন (৩) ও সুমাইয়া খাতুন (২) নামের দুই অবুঝ শিশুর করুণ মৃত্যু হয়েছে। সম্পর্কে তাঁরা আপন চাচাতো বোন।
মর্মান্তিক ও হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের সরদার পাড়ায়। মায়া ওই গ্রামের ইউসুফ গাজির মেয়ে ও সুমাইয়া ইয়ামিনের মেয়ে। ইউসুফ ও ইয়ামিন দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসী। জানাগেছে, এদিন সকালে মায়া ও সুমাইয়ার দাদা আনারগাজী নিজেদের পুকুরে মাছ ধরতে যায়।
দাদা পুকুরে গেছে শুনে মায়া ও সুমাইয়া দাদাকে খুজতে পাশের আরেকটি পুকুরে যায় তারা। সেখানে অসাবধনতাবশত পড়ে গিয়ে ২কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। পরে খোজাখুজির এক পর্যায়ে সরদারপাড়া পুকুরে শায়ার লাশ ভাসতে দেখা যায়। সেই পুকুরে খোজাখুজির পর অপর শিশু সুমাইয়ার লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ নিউজ লেখা পর্যন্ত মঙ্গলবার বিকাল ৩টা শিশু দুটির লাশ নিজ বাড়িতে রয়েছে বলে জানাগেছে।
বাখ//আর