০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ঝিকরগাছায় মৎস্য সমিতির সভাপতি কর্তৃক ৪ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরের ঝিকরগাছার কৃষ্ণচন্দ্রপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রেজাউল ইসলামের নামে ইজারা বন্দোবস্তকৃত জলমহাল মালিকানাস্বত্ব জোরপূর্বক একটি নন-জুডিশিয়াল স্টাম্পে লিখে নেয়ার ঘটনায় শিমুলিয়া ইউনিয়ন বিএনপির ৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্তরা হলেন, শিয়ালঘোনা গ্রামের বাসিন্দা মৃত: মুনছুর আলী সরদারের ছেলে বিএনপি নেতা আব্দুল ওহেদ (৬০), শ্রীরামকাঠি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে মেহেদী হাসান (৪০), মৃত কুরবান আলীর ছেলে মুক্তার আলী (৪২)।
অভিযোগ সুত্রে জানাগেছে, বিবাদিরাসহ অজ্ঞাতনামা ১০/১৫জন গত ১৪ফেব্রুয়ারী রাত ১২টা থেকে একটার মধ্যে কোন একসময় বাদি রেজাউল ইসলামের বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলে।
এরপর্যায়ে অভিযুক্তরা দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দিয়ে একটি লিখিত স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়।
বাদির সন্দেহ উক্ত স্ট্যাম্পে তাদের কৃষ্ণচন্দ্রপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারাকৃত চাকলার বন্ধ জলমহলটি উক্ত স্ট্যাম্পের মাধ্যমে লিখে নিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগকারি রেজাউল ইসলাম বলছেন, অভিযোগের ঘটনা সবজানে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশা।
তিনি বলেন, রাতের ঘটনা তিনি গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামের একজনকে চিনতে পারলেও তার নাম জানেন না। এছাড়া অন্য কাউকে চিনতে পারেননি। রেজাউল ইসলামের নিজের মোবাইল থাকলেও থানায় করা অভিযোগের কপিতে ভাইপো তরিকুল ইসলামের মোবাইল নাম্বার দেয়া হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল অহেদ, মেহেদী ও মুক্তাররা কেউ ওই রাতে কৃষ্ণচন্দ্রপুর গ্রামে যাননি বলে সাংবাদিকদের জানিয়েছেন। অভিযোগকারিকে সব ঘটনায় নিজের নাম বলতে বলা হয়েছে বলে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশা জানিয়েছেন।
বাখ//আর