০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে রেললাইনে হাত বাধা মাথা কাটা মরদেহ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনের ধারে হাত বাধা অবস্থায় মাথা কাটা মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে পার্বতীপুর -ফুলবাড়ী রেলপথ হলদিবাড়ী ৩৭৬/৮ নম্বর রেল খুটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয়রা সকালে ঘটনাস্থলে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এ সময় পার্বতীপুর রেলওয়ে থানারপুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ধারনা করা হচ্ছে তাকে মেরে রেল লাইনে ফেলে গেছে দূর্বৃত্তরা। তার দুই হাত নাইলনের রশি দিয়ে বাধা অবস্থায় পাওয়া যায়।
নিহত মরদেহটি পরিচয় চন্ডিপুর কালিকাবাড়ি এলাকার সঞ্জয়ের ছেলে ভরত, বিষয়টি নিশ্চিত করেছেন রেল থানার সাব ইন্সপেক্টর আব্দুর রউফ। তবে তদন্ত চলছে।
বাখ//এস