০২:২৬ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

উত্তাল তিস্তাকে খালে পরিণত করেছে ভারত : গয়েশ্বর চন্দ্র রায়

বিশেষ প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের আগ্রাসনে উত্তাল তিস্তা এখন আর নদী নেই, মরা খালে পরিণত হয়েছে।

আগ্রাসী ভারত।বাংলাদেশের সাথে ভারত বেইমানি করেছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের মদদে বিনা ভোটে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। বিদেশে টাকাও পাচার করেছে আওয়ামী লীগ। ভারতের কাছ থেকে ক্ষমতা নিলেও, তিস্তার পানি নিতে পারেনি আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলার হাতীবান্ধা তিস্তা ব্যারাজ পয়েন্টে নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের জারি গান মানুষ আর শুনতে চায় না। সংস্কার করার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। প্রয়োজনে ঐকমত্যভাবে গণস্বাক্ষর করে রাখা যেতে পারে। যারাই ক্ষমতায় আসবে তারা জনগণের কাঙ্খিত সংস্কারগুলো করবে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারে সংস্কারের কোন সুযোগ নেই। ১/১১ তেও সংস্কার নিয়ে আলোচনা ছিল. তবে সংস্কার করতে পারেনি। কারন সংস্কার একমাত্র নির্বাচিত সরকারই করতে পারবে।

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলেতো সংস্কার প্রস্তাব দিয়েছে আগে সেগুলো করেন। কোনটা রাখবেন কোনটা রাখবেন না। সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পণ করুন। দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ট নিরপেক্ষ নির্বাচন চায়। তিস্তা নদীর সমস্যার সমাধানেও নির্বাচিত সরকার দরকার। যে সরকার ক্ষমতায় আসবে তারা জনগণের স্বার্থে কাজ করবে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের শেষ দিনে অবস্থান কর্মসুচির জনসমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান রাজিব প্রধান, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
৮৭ জন দেখেছেন

উত্তাল তিস্তাকে খালে পরিণত করেছে ভারত : গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট : ১২:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের আগ্রাসনে উত্তাল তিস্তা এখন আর নদী নেই, মরা খালে পরিণত হয়েছে।

আগ্রাসী ভারত।বাংলাদেশের সাথে ভারত বেইমানি করেছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের মদদে বিনা ভোটে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। বিদেশে টাকাও পাচার করেছে আওয়ামী লীগ। ভারতের কাছ থেকে ক্ষমতা নিলেও, তিস্তার পানি নিতে পারেনি আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলার হাতীবান্ধা তিস্তা ব্যারাজ পয়েন্টে নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের জারি গান মানুষ আর শুনতে চায় না। সংস্কার করার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। প্রয়োজনে ঐকমত্যভাবে গণস্বাক্ষর করে রাখা যেতে পারে। যারাই ক্ষমতায় আসবে তারা জনগণের কাঙ্খিত সংস্কারগুলো করবে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারে সংস্কারের কোন সুযোগ নেই। ১/১১ তেও সংস্কার নিয়ে আলোচনা ছিল. তবে সংস্কার করতে পারেনি। কারন সংস্কার একমাত্র নির্বাচিত সরকারই করতে পারবে।

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলেতো সংস্কার প্রস্তাব দিয়েছে আগে সেগুলো করেন। কোনটা রাখবেন কোনটা রাখবেন না। সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পণ করুন। দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ট নিরপেক্ষ নির্বাচন চায়। তিস্তা নদীর সমস্যার সমাধানেও নির্বাচিত সরকার দরকার। যে সরকার ক্ষমতায় আসবে তারা জনগণের স্বার্থে কাজ করবে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের শেষ দিনে অবস্থান কর্মসুচির জনসমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান রাজিব প্রধান, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাখ//আর