০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ১৩ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

কাজী মকবুল, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড আনিম্যাল সায়েন্স অনুষদের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আবেগ, উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে অনুষদের ১২তম ব্যাচের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানটি গতকাল (১৮ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং পরিয়ালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।
ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষদীয় শিক্ষক এবং ১২ ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের স্বরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ১২তম ব্যাচের শিক্ষার্থীরা। এরপর ১২তম থেকে সারাবান তন্নরা এবং নবীনদের পক্ষ থেকে রাফাত আহমেদ তাদের স্বপ্নময় “স্মৃতিচারণ করেন।
পরে নবীসদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রজেণর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, নবীন-প্রবীণ মিলে আজকের অনুষ্ঠান এক নতুন মাত্রায় উপনীত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নৈপুণ্যের জন্যই এ বিশ্ববিদ্যালয় আজ বিশ্ববিখ্যাত সকল আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে শীর্ষস্থান ও আন্তর্জাতিক পরিমন্ডলে গৌরবময় স্থান অর্জনে হয়েছে। ভালো পড়াশোনার কোনো বিকল্প নেই উল্লেখ করে উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীদের সফলতা মানেই এ বিশ্ববিদ্যালয়ের সফলতা সুতরাং জীবনের লক্ষ্যকে নির্ধারণ করে সামনের কঠিন পথ পাড়ি দিয়ে নিজেদের অনন্য উচ্চতায় পৌছাতে হবে। এক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকের সহযোগী হিসেবে নিজেদের গড়ে তোলায় উপদেশ দেন উপাচার্য।
দুই পর্বে বিভক্ত নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা শেষে নবীন শিক্ষার্থীদের স্মৃতিস্মারক তুলে ও দেন উপাচার্য। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় আয়োজন করে অনুষনীয় শিক্ষার্থীরা।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
৯২ জন দেখেছেন

গাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ১৩ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ০২:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড আনিম্যাল সায়েন্স অনুষদের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আবেগ, উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে অনুষদের ১২তম ব্যাচের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানটি গতকাল (১৮ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং পরিয়ালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।
ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষদীয় শিক্ষক এবং ১২ ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের স্বরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ১২তম ব্যাচের শিক্ষার্থীরা। এরপর ১২তম থেকে সারাবান তন্নরা এবং নবীনদের পক্ষ থেকে রাফাত আহমেদ তাদের স্বপ্নময় “স্মৃতিচারণ করেন।
পরে নবীসদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রজেণর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, নবীন-প্রবীণ মিলে আজকের অনুষ্ঠান এক নতুন মাত্রায় উপনীত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নৈপুণ্যের জন্যই এ বিশ্ববিদ্যালয় আজ বিশ্ববিখ্যাত সকল আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে শীর্ষস্থান ও আন্তর্জাতিক পরিমন্ডলে গৌরবময় স্থান অর্জনে হয়েছে। ভালো পড়াশোনার কোনো বিকল্প নেই উল্লেখ করে উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীদের সফলতা মানেই এ বিশ্ববিদ্যালয়ের সফলতা সুতরাং জীবনের লক্ষ্যকে নির্ধারণ করে সামনের কঠিন পথ পাড়ি দিয়ে নিজেদের অনন্য উচ্চতায় পৌছাতে হবে। এক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকের সহযোগী হিসেবে নিজেদের গড়ে তোলায় উপদেশ দেন উপাচার্য।
দুই পর্বে বিভক্ত নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা শেষে নবীন শিক্ষার্থীদের স্মৃতিস্মারক তুলে ও দেন উপাচার্য। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় আয়োজন করে অনুষনীয় শিক্ষার্থীরা।
বাখ//আর