পাকুন্দিয়ায় লিচু চাষিদের নিয়ে উঠান বৈঠক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লিচু চাষিদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবাড়ীয়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবাড়ীয়া গ্রামের লিচু চাষি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে বৈঠকে লিচু চাষে করণীয় বিষয়ে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাইদুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা মো. শাহিনুর, মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সহযোগী প্রভাষক মো. নাজমুল হক ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি মো. আছাদুজ্জামান খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা চক্রবর্তী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আমিনুল হক শামিম, কায়সার আহমেদ সজীব, আতাউল হক ও কৃষক প্রতিনিধি নাসির উদ্দীন। উঠান বৈঠকে চলতি লিচু মৌসুমে কিভাবে লিচুর ফলন বৃদ্ধি করা যায়, কিভাবে লিচু ফাটা রোধ করা যায়, কিভাবে গুটি ঝরা রোধ করা যায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় মঙ্গলবাড়ীয়া গ্রামের ৫০ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষক-কৃষাণীদের মাঝে একটি করে নিমগাছের চারা ও একটি করে লেবু গাছের চারা বিতরণ করা হয়।
বাখ//আর