বানারীপাড়ায় ইউএনওকে আহবায়ক করে ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরীর কমিটি গঠন

বরিশালের বানারীপাড়ায় ১৮৮২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরীর কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমানকে আহবায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরীকে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট বানারীপাড়া পাবলিক লাইব্রেরীর এ এডহক কমিটি গঠন করা হয়।
অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম,পৌর বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান জুয়েল,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. শীহাব উদ্দিন আহমেদ,পৌর জামায়াতের আমীর মো. কাওছার হোসেন ও লাইব্রেরিয়ান আ.সোবাহানকে কমিটিতে সদস্য করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো.বায়েজিদুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
এদিকে প্রায় দেড়শত বছরের ঐতিহ্যবাহী বানারীপাড়া পাবলিক লাইব্রেরীর নবগঠিত কমিটির আহবায়কসহ নেতৃবৃন্দকে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বাখ//আর